Chapter 03- Planning পরিকল্পনা
Brief Questions And Answer
বিবিএ ১ম বর্ষ ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও মার্কেটিং বিভাগের ব্যবস্থাপনার নীতিমালা সাবজেক্টের ৩য় অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
1. পরিকল্পনা কাকে বলে ?
উত্তরঃ অলৌকিক বা কল্পনাপ্রসূত না হয়ে ভবিষ্যতে কি করতে হবে?, কখন করতে হবে?, কে করবে? ইত্যাদি কর্মপন্থার অগ্রিম নকশা তৈরি করাকেই পরিকল্পনা বলে।
2. স্থায়ী পরিকল্পনা কি ?
উত্তরঃ যে পরিকল্পনা পৌনঃপুনিক সমস্যা সমাধানের কাজে অপরিবর্তিত অবস্থায় বারবার ব্যবহার করাহয় তাকে স্থায়ী পরিকল্পনা বলে।
3. দীর্ঘমেয়াদী পরিকল্পনার সময়কাল উল্লেখ কর ।
উত্তর: দীর্ঘমেয়াদী পরিকল্পনার মেয়াদ সাধারণত ৫ থেকে ২০ বছর হয়ে থাকে।
5. MIS এর পূর্ণরূপ কি ? (Elaborate MIS)
উত্তর: Management Information System.
6. টোওস মেট্রিক্স কী ?
উত্তর : TOWS মেট্রিক্স এর সাহায্যে সুসংবদ্ধ বিশ্লেষণ (systematic analysis) সম্ভব এবং এটা প্রতিষ্ঠানের বাহ্যিক ভীতি ও সুযোগের সাথে প্রতিষ্ঠানের ভেতরকার দুর্বলতা ও শক্তির সমন্বয় ঘটায়।
7. পদ্মা সেতু তৈরী কোন ধরনের পরিকল্পনা?
উত্তর : স্থায়ী পরিকল্পনা।
8. একার্থক পরিকল্পনা কি?
উত্তর এ পরিকল্পনা বিশেষ কোন লক্ষ্য অর্জনের জন্যে প্রণীত হয় এবং লক্ষ্য অর্জিত হলে তা আর ব্যবহার করা হয় না।
9. কৌশলগত পরিকল্পনা কি ?
উত্তর এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যা কেবলমাত্র উচ্চ প্রশাসন কর্তৃক প্রণীত হয় এবং যা প্রতিষ্ঠানের প্রতিটি বিষয়কে কেন্দ্রীভূত করে ।
10. পরিকল্পনা নমনীয়তা কী ?
উত্তর: সৃষ্ট পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে পরিকল্পনার পরিবর্তন করাকে পরিকল্পনার নমনীয়তা বলে।
11. লক্ষ্য পরিকল্পনা কী ?
উত্তর : পরিকল্পনার কাঙ্খিত ফলকে লক্ষ্য বলে। এ কাঙ্খিত ফলকে অর্জনের জন্যে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে লক্ষ্য পরিকল্পনা বলে।
12. লজিস্টিকস্ কি ?
উত্তর: পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপযুক্ত সময়ে, উপযুক্ত স্থানে সম্পদ সরবরাহকে লজিস্টিকস্ বলে।
13. কৌশল কী ?
উত্তর: যে নীতির আওতার কোন বিশেষ পরিস্থিতি মোকাবেলার জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে স্ট্রাটেজী বা কৌশল বলে।
14. আক্রমণাত্মক ট্র্যাটিজি কী?
উত্তর: যে কৌশলের মাধ্যমে কোন পরিবর্তন ধীরে ধীরে না হয়ে আকস্মিকভাবে হয় তাকে আক্রমণাত্মক স্ট্রাটেজি বলে।
15. MBO এর পূর্ণরূপ কি ?
উত্তর: Management By Objective.
16. ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্ব পূর্ণ কাজ কি ?
উত্তর : ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল পরিকল্পনা।
17. Policy কোন ধরনের পরিকল্পনা?
উত্তর: Policy হচ্ছে স্থায়ী পরিকল্পনা।
18. পদ্মা সেতু তৈরী কোন ধরনের পরিকল্পনা ?
উত্তর : স্থায়ী পরিকল্পনা
19. পরীক্ষার রুটিন প্রকৃতিগতভাবে কোন ধরনের পরিকল্পনা?
উত্তর : একার্থক পরিকল্পনা।
20. পরিকল্পনা অঙ্গন কী?
উত্তর : যে সব পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের প্রচেষ্টা চালানো হয় তাকে পরিকল্পনার আঙ্গিনা বলে।
21. পলিসি কোন ধরনের পরিকল্পনা ?
উত্তর: Policy হচ্ছে স্থায়ী পরিকল্পনা।
22. পূর্বানুমান কী ?
উত্তর : অতীত ও বর্তমান তথ্য এবং সাম্প্রতিক প্রবণতা বিশ্লেষণ করে ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস তৈরির প্রক্রিয়া হচ্ছে পূর্বানুমান