ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ১ম পত্র
অধ্যায়-১ ব্যবসায়ের মৌলিক ধারণা
অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ
অধ্যায়-৩ একমালিকানা ব্যবসায়
অধ্যায়-৪ অংশীদারি ব্যবসায়
অধ্যায়-৫ যৌথ মূলধনী ব্যবসায়
অধ্যায়-৬ সমবায় সমিতি
অধ্যায়-৭ রাষ্ট্রীয় ব্যবসায়
অধ্যায়-৮ ব্যবসায়ের আইনগত দিক
অধ্যায়-৯ ব্যবসায়ে সহায়ক সেবা
অধ্যায়-১০ ব্যবসায় উদ্যোগ
অধ্যায়-১১ ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার
অধ্যায়-১২ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ২য় পত্র
অধ্যায়-১ ব্যবস্থাপনার ধারণা
অধ্যায়-২ ব্যবস্থাপনার নীতি
অধ্যায়-৩ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ
অধ্যায়-৪ সংগঠিতকরণ
অধ্যায়-৫ কর্মীসংস্থান
অধ্যায়-৬ নেতৃত্ব
অধ্যায়-৭ প্রেষণা
অধ্যায়-৮ যোগাযোগ
অধ্যায়-৯ সমন্বয়সাধন
অধ্যায়-১০ নিয়ন্ত্রণ
Monday, May 20

অধ্যায় 6- সমবায় সমিতি – Co-Operative Society

বোর্ড পরীক্ষা এবং ভার্সিটি এডমিশন এক্সামের জন্য

 (For HSC MCQ and Admission Test Exam)
এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ন  তথ্যকণিকা
  1. ১৮৪৪ সালে ব্রিটেনের রচডেল নামক গ্রামে ২৮ জন তাঁতি ২৮ পাউন্ড স্টারলিং নিয়ে সর্বপ্রথম এই ব্যবসায় শুরু হয়।
  2. সমবায়ের সুতিকাগার রচডেল, ব্রিটেন (ইংল্যান্ড)। সমবায়ের আন্দোলনের জনক রবার্ট ওয়েন।
  3. সর্বপ্রথম উপমহাদেশে সমবায় আন্দোলন শুরু করেন ফ্রেডরিক নিকলসন।
  4. বাংলাদেশে সমবায় আন্দোলনের সূচনা করেন আখতার হামিদ খান।
  5. উপমহাদেশে সর্বপ্রথম সমবায় সমিতির ধারণা আসে ১৮৯৫ সালে। 
  6. বর্তমান বাংলাদেশে সমবায় আইন ২০০১ সাল, সমবায় নীতিমালা ২০০৩ সাল, সমবায় বিধিমালা ২০০৪ সাল।
  7. সমবায়  অর্থ Cooperation মিলন/ সমবেত প্রয়াস/যৌথ প্রচেষ্টা।
  8. সমবায় সমিতি উদ্দেশ্য সদস্যদের আর্থসামাজিক কল্যাণসাধন।
  9. সমবায়ের নীতি ‘All for each and each for all‘.
  10. আন্তর্জাতিক সমবায় দিবস পালিত হয় জুলাই মাসের ১ম শনিবার।
  11. জাতীয় সমবায় দিবস পালিত হয় ১ নভেম্বর।
  12. উপবিধি হলো সমবায় সমিতির প্রধান দলিল / গঠনতন্ত্র / সংবিধান।
  13. ICA (International Co-operative Alliance) গঠিত হয় ১৮৯৫ সালে যা বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি সমবায় সমিতি। এর সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
  14. সমবায় সমিতিতে মোট মুনাফা সমিতির উপবিধি অনুযায়ী শেয়ারগ্রহীতার শেয়ার অনুপাতে বণ্টন করা হয়।
  15. ন্যূনতম ১০টি প্রাথমিক সমবায় সমিতি মিলে একটি কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন করা হয় এবং 
  16. ন্যূনতম ১০টি কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে জাতীয় সমবায় সমিতি গঠন করা হয়।
  17. সমবায় সমিতিকে নিবন্ধনপত্র পাবার জন্য পরীক্ষাধীন থাকতে হয় ন্যূনতম ৬ মাস ।
  18. নিবন্ধনের ১৫ মাসের মধ্যে সমিতির প্রথম বার্ষিক সাধারণ সভা আহবান করতে হয়।
  19. নিবন্ধনপত্র জমাদানের ৬০ দিনের মধ্যে নিবন্ধক নিবন্ধনপত্র ইস্যু করেন।
  20. সমিতির ব্যবস্থাপনা কমিটির কোনো পদ শূন্য হলে ১ মাসের মধ্যে তা পূরণ করতে হয়। 
  21. ভোক্তা সমবায় সমিতির শেয়ার হস্তান্তরযোগ্য নয় এবং স্ট্যাম্প ফি লাগে না।
  22. সদস্যদের ৫০০ টাকার অধিক মূলধন জমা না থাকলে নিবন্ধক উক্ত সমিতি বন্ধ করে দিতে পারেন।
  23. সমবায়ের ব্যবস্থাপনা কমিটির কোনো সদস্য পর্যায়ক্রমে ৩ বছরের অধিক সময় পরিচালক পদে অধিষ্ঠিত থাকতে পারে না।
  24. সমিতির ব্যবস্থাপনা কমিটির এক-তৃতীয়াংশ (১/৩) সদস্য প্রতিবছর অবসর গ্রহণ করে। 
  25. পরিচালক নির্বাচিত হবার পূর্বে কমপক্ষে ১২ মাস সমিতির সদস্য থাকতে হবে। 
  26. সমবায় সমিতি নিবন্ধনের মাধ্যমে আইনগত অস্তিত্ব লাভ করে।
  27. সমবায় সমিতিতে মুনাফার কত অংশ সজ্জিত তহবিলে রাখতে হয়? = ২০%
  28. সমবায় কাদের দৌরাত্ম্য দূর করে? = মধ্যস্থরাবসায়ীদের
  29. সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটিতে কতজন সদস্য থাকে? = ৬-১২ জন  
  30. সমবায় কিসের আদর্শে অনুপ্রাণিত? = আস্থা ও বিশ্বাসের
  31. সমবায় সমিতি গঠনে উদ্যোগ গ্রহণকৃত কমিটির প্রধান কাজ কোনটি? = উপবিধি তৈরি
  32. পৃথিবীর প্রথম সমবায় সমিতি কোনটি? = রচডেল
  33. বাংলাদেশে সমবায় সমিতির অধ্যাদেশ জারি হয় কখন? = ১৯৮৪ সালে
  34. সমবায়ের পরিচালকদের বয়স কমপক্ষে কত হতে হয়? = ২১ বছর
  35. সমবায় সমিতির একজন সদস্য সর্বোচ্চ কতটুকু শেয়ার ক্রয় করতে পারে? = ১/৫
  36. সমবায় আইন অনুযায়ী সমবায় সমিতির প্রতিটি শেয়ারের মূল্য কমপক্ষে কত টাকা? = ১০ টাকা
  37. সমিতির ব্যবস্থাপনা কমিটির কত অংশকে প্রতি বছর অবসর নিতে হয়? = ১/৩
  38. কমপক্ষে কতটি প্রাথমিক সমবায় সমিতির সমষ্টিগত রূপকে কেন্দ্রীয় সমবায় সমিতি বলা হয়? = ১০
  39. কোন সমিতিতে ব্যক্তি সদস্যের পাশপাশি প্রাথমিক সমিতির সদস্য থাকে? = মিশ্র 
  40. বার্ড’ প্রতিষ্ঠিত হয় কোন সালে? = ১৯৫৯
  41. সমবায় সমিতি কোন ক্ষেত্রে কাজ করতে অপারগ? = বৃহদায়তন উৎপাদন ও বণ্টনক্ষেত্রে
  42. ভোক্তা সমবায় সমিতিতে সদস্যদের মধ্যে লভ্যাংশ বন্টন হয় =  ক্রয় অনুপাতে
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ১ম পত্র
অধ্যায়-১ ব্যবসায়ের মৌলিক ধারণা
অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ
অধ্যায়-৩ একমালিকানা ব্যবসায়
অধ্যায়-৪ অংশীদারি ব্যবসায়
অধ্যায়-৫ যৌথ মূলধনী ব্যবসায়
অধ্যায়-৬ সমবায় সমিতি
অধ্যায়-৭ রাষ্ট্রীয় ব্যবসায়
অধ্যায়-৮ ব্যবসায়ের আইনগত দিক
অধ্যায়-৯ ব্যবসায়ে সহায়ক সেবা
অধ্যায়-১০ ব্যবসায় উদ্যোগ
অধ্যায়-১১ ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার
অধ্যায়-১২ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ২য় পত্র
অধ্যায়-১ ব্যবস্থাপনার ধারণা
অধ্যায়-২ ব্যবস্থাপনার নীতি

অধ্যায়-৩ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ
অধ্যায়-৪ সংগঠিতকরণ
অধ্যায়-৫ কর্মীসংস্থান
অধ্যায়-৬ নেতৃত্ব 
অধ্যায়-৭ প্রেষণা
অধ্যায়-৮ যোগাযোগ 
অধ্যায়-৯ সমন্বয়সাধন
অধ্যায়-১০ নিয়ন্ত্রণ