ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ১ম পত্র
অধ্যায়-১ ব্যবসায়ের মৌলিক ধারণা
অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ
অধ্যায়-৩ একমালিকানা ব্যবসায়
অধ্যায়-৪ অংশীদারি ব্যবসায়
অধ্যায়-৫ যৌথ মূলধনী ব্যবসায়
অধ্যায়-৬ সমবায় সমিতি
অধ্যায়-৭ রাষ্ট্রীয় ব্যবসায়
অধ্যায়-৮ ব্যবসায়ের আইনগত দিক
অধ্যায়-৯ ব্যবসায়ে সহায়ক সেবা
অধ্যায়-১০ ব্যবসায় উদ্যোগ
অধ্যায়-১১ ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার
অধ্যায়-১২ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ২য় পত্র
অধ্যায়-১ ব্যবস্থাপনার ধারণা
অধ্যায়-২ ব্যবস্থাপনার নীতি
অধ্যায়-৩ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ
অধ্যায়-৪ সংগঠিতকরণ
অধ্যায়-৫ কর্মীসংস্থান
অধ্যায়-৬ নেতৃত্ব
অধ্যায়-৭ প্রেষণা
অধ্যায়-৮ যোগাযোগ
অধ্যায়-৯ সমন্বয়সাধন
অধ্যায়-১০ নিয়ন্ত্রণ
Monday, May 20

অধ্যায় ৩- ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা- Business Ethics and Social Responsibility

বোর্ড পরীক্ষা এবং ভার্সিটি এডমিশন এক্সামের জন্য

 (For HSC MCQ and Admission Test Exam)
এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ন  তথ্যকণিকা
  1. মূল্যবোধ হলো মানুষের এমন এক বিশ্বাসবোধ ও মানদণ্ড, যার মাধ্যমে কোনো ঘটনা বা অবস্থার ভালো-মন্দ বিচার করা হয়।
  2. সমাজ ও রাষ্ট্রের ভিত্তি মূল্যবোধ।
  3. মূল্যবোধ কোনো সমাজেই লিপিবন্ধ থাকে না। মূল্যবোধ মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণের একটি অলিখিত সামাজিক বিধান।
  4. রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় রীতিনীতির প্রভাবে দীর্ঘকাল ধরে ব্যবসায়িক কর্মকান্ড পরিচালনায় যেসব আদর্শ, নিয়মনীতি ও আচার-আচরণ প্রদর্শিত হয় তাকে ব্যবসায়িক মূল্যবোধ বলে।
  5. মানব আচরণের যেসব দিক সমাজের চোখে গ্রহণযোগ্য, ন্যায়সঙ্গত, বৈধ ও সঠিক সেসব রীতিনীতিকে নৈতিকতা বলা হয়
  6. ন্যায় ও সততার আদর্শে পরিচালিত ব্যবসায়িক কর্মকাণ্ডকেই ব্যবসায়িক নৈতিকতা বলে।
  7. সমাজ থেকে প্রাপ্ত বিভিন্ন সুবিধার বিপরীতে ব্যবসায়ের সংশ্লিষ্ট পক্ষসমূহের কল্যাণের জন্য যে উন্নয়নমূলক কাজ করে তাকে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলে।
  8. নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ কী? = Ethics
  9. Ethics শব্দটি এসেছে গ্রিক Ethica শব্দ হতে
  10. Ethica শব্দটি এসেছে Ethos শব্দ হতে
  11. সামাজিক দায়িত্ব সম্পাদিত হতে পারে =  আর্থিক ও অনার্থিক উভয়ভাবেই 
  12. ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা ব্যবসায়ের সুনাম বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা পালন করে ।
  13. কখন থেকে ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি গুরুত্ব পেতে থাকে? = ১৯৭০ সালের পর থেকে
  14. মূল্যবোধ মানুষের কী থেকে সৃষ্টি হয়? = মনোভাব
  15. ইউরোপে চিন্তার স্বাধীনতা রয়েছে- এটা তাদের কিসের অংশ? = মূল্যবোধ
  16. ব্যবসায় জগতে আমাদের আচরণকে সঠিক পথে পরিচালিত করে কোনটি? = নৈতিক মূল্যবোধ
  17. কোনটি ব্যবসায়িক নৈতিকতার সাথে জড়িত? = দূষণ প্রতিরোধ
  18. মূল্যবোধ কোন ধরনের বিশ্বাস? = স্থায়ী বিশ্বাস
  19. নৈতিকতা কিসের শাখা? = সমাজবিজ্ঞানের
  20. পছন্দ-অপছন্দের ভিত্তিতে কোন ধরেনর মূল্যবোধের সৃষ্টি হয়? ব্যক্তিক মূল্যবোধ  
  21. কী আমাদেরকে ভালো-মন্দের পার্থক্য নির্ধারণ করতে শেখায়? = নৈতিকতা
  22. CAB এর পরূপ কী? = Consumer Association of Bangladesh
  23. CSR এর পূর্ণরূপ কী? = Corporate Social Responsibility
  24. অন্যায় থেকে ন্যায়, অধর্ম থেকে নিরূপণের ক্ষমতা আসে কিসের মাধ্যমে? = নৈতিক নীতিবোধ
  25. ব্যবসায়ী হিসেবে মানসম্মত পণ্য সরবরাহ করা কোনটির বহিঃপ্রকাশ? = নৈতিকতা
  26. যেকোনো ব্যবসায়ী কোনটির অভাবে ভালো-মন্দের পার্থক্য নির্ণয় করতে ব্যর্থ হয়? = মূল্যবোধ
  27. ব্যবসায় জগতে সঠিক পথের দিক-নির্দেশনা হিসেবে কাজ করে কোনটি? = নৈতিক মূল্যবোধ
  28. মূল্যবোধ কোনটির সাথে সম্পর্কযুক্ত? স্থায়ী বিশ্বাস
  29. ব্যবসায় নৈতিকতা কী? = ন্যায়নীতি অনুযায়ী ব্যবসায় পরিচালনা
  30. ব্যবসায়ের মুনাফা অর্জনের সাথে সমাজের জন্য কল্যাণকর কাজ করাকে কী বলে? = সামাজিক দায়বদ্ধতা
  31. কার্যক্ষেত্রে উপযুক্ত কর্মপরিবেশ সৃষ্টি সমাজের কোন পক্ষের প্রতি ব্যবসায়ের দায়িত্ব পালন নির্দেশ করে? = শ্রমিক-কর্ম
  32. বিনিয়োগকারিগণ কিসের আশায় ব্যবসায়ে অর্থ বিনিয়োগ করে? = মুনাফার আশায়
  33. ব্যবসায়ের সব থেকে মর্যাদার বিষয় কোনটি? = সুনাম
  34. এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গঠন সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন হিসেবে গণ্য? = সাধারণ সম্প্রদায়
  35. প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার জন্য বাংলাদেশে কোন সালের আইন প্রচলিত আছে? = ১৯৯৫ সালের
  36. বাংলাদেশে কত সালের পরিবেশ আদালত আইন প্রচলিত আছে? = ২০০০ সালের
  37. চামড়া কারখানার নির্গত তরল পদার্থ নদীনালায় গিয়ে পড়ে কী দূষণ করছে? = পানি
  38. মাটির স্বাভাবিক উর্বরতা রক্ষার জন্য অধিক কার্যকর কোনটি? = প্রাকৃতিক সার
  39. ক্যান্সারের অন্যতম প্রধান কারণ কী? = বায়ু দূষণ
  40. নিচের কোনটি বায়ু দূষণের কারণ? = জুম চাষের জন্য বন পোড়ানো
  41. উড়োজাহাজ উঠার সময় কোন ধরনের দূষণের সৃষ্টি হয়? = শব্দ দূষণ
  42. মাইকিং এর দ্বারা কোন ধরনের দূষণের সৃষ্টি হয়? = শব্দ দূষণ
  43. বাংলাদেশে কত সালের ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন প্রচলিত আছে? = ১৯৮৯ সালের
  44. বাংলাদেশে কত সালের পরিবেশ সংরক্ষণ বিধিমালা প্রচলিত আছে? = ১৯৯৭
  45. বাংলাদেশে কত সালের শব্দ দূষণ বিধিমালা প্রচলিত আছে? = ২০০৬ সালের
  46. কোন ধরনের দায়বদ্ধতা থেকে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করে? = সামাজিক
  47. স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা কে? = প্রয়াত স্যামচন এইচ চৌধুরী
  48. নিচের কোনটির কারণে মানুষ খাদ্যে ভেজাল মিশ্রণ করে থাকে? = নৈতিকতার অভাব
  49. ব্যাকটেরিয়া খাদ্য নষ্ট করে কী উৎপন্ন করে? = টক্সিন
  50. কোনটি দ্বারা মেয়েদের গর্ভজাত সন্তান বিকলাঙ্গ হতে পারে? = ফরমালিনের দীর্ঘমেয়াদি ব্যবহারের ফলে
  51. ফল পাকানোর জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থের নাম কী? = ক্যালসিয়াম কার্বাইড
  52. মাছ, গোস্ত তরতাজা রাখার জন্য কী ব্যবহার করা হয়? = ফরমালিন
  53. খাদ্যে কার্বাইড ব্যবহারের কারণে কোন ধরনের রোগ হয়? = ব্লাড প্রেসার
  54. সারাদেশে কখন পলিথিন নিষিদ্ধ হয়? = ১ মার্চ ২০০২
  55. পলিথিন উৎপাদনে ব্যবহৃত হয় কোনটি? = পেট্রোলিয়াম জাতীয় পদার্থ
  56. আলম জনগণকে সর্বদা খাঁটি ওষুধ সরবরাহ করেন। এটি আলমের ব্যবসায়ের কোন ধরনের বৈশিষ্ট্য? = সামাজিক দায়বদ্ধতা
  57. বিদ্যালয় ও উপাসনালয় নির্মাণের মাধ্যমে ব্যবসায় কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে? = ক্রেতা ও ভোক্তা
  58. পণ্যমূল্য স্থিতিশীল রাখার মাধ্যমে কার প্রতি সামাজিক দায়িত্ব পালন করা হয়? = জনগণের
  59. নৈতিকতা কোন পরিবেশের সাথে সম্পৃক্ত। = সামাজিক
  60. বর্তমানে পরিবেশের কোন উপাদান দ্বারা মানুষ ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে? = প্রযুক্তিগত
  61. ব্যবসায়ে নৈতিকতা বলতে বোঝায় =  উচিত-অনুচিত মেনে চলা
  62. ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালনের উদ্দেশ্য কোনটি? = প্রতিযোগিতায় টিকে থাকা
  63. বাংলাদেশে কত সালের পরিবেশ সংরক্ষণ আইন কার্যকর রয়েছে? = ১৯৯৫
  64. ব্যবসায় সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে কী অর্জিত হয়? = ব্যবসায়িক সুনাম
  65. ব্যবসায়ের সামাজিক দায়িত্বের প্রতি সচেতন হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ কী? = প্রতিযোগিতা বৃদ্ধি
  66. মূল্যবোধ দ্বারা মানুষের কোনটি প্রভাবিত হয়। = বিবেক
  67. শব্দ দূষণের ফলে কোন সমস্যা সৃষ্টি হতে পারে? = উচ্চ রক্তচাপ
  68. নীতি-নৈতিকতা ও মূল্যবোধ কোন ধরনের ব্যবসায় পরিবেশের উপাদান? = সামাজিক পরিবেশ

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ১ম পত্র
অধ্যায়-১ ব্যবসায়ের মৌলিক ধারণা
অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ
অধ্যায়-৩ একমালিকানা ব্যবসায়
অধ্যায়-৪ অংশীদারি ব্যবসায়
অধ্যায়-৫ যৌথ মূলধনী ব্যবসায়
অধ্যায়-৬ সমবায় সমিতি
অধ্যায়-৭ রাষ্ট্রীয় ব্যবসায়
অধ্যায়-৮ ব্যবসায়ের আইনগত দিক
অধ্যায়-৯ ব্যবসায়ে সহায়ক সেবা
অধ্যায়-১০ ব্যবসায় উদ্যোগ
অধ্যায়-১১ ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার
অধ্যায়-১২ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ২য় পত্র
অধ্যায়-১ ব্যবস্থাপনার ধারণা
অধ্যায়-২ ব্যবস্থাপনার নীতি

অধ্যায়-৩ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ
অধ্যায়-৪ সংগঠিতকরণ
অধ্যায়-৫ কর্মীসংস্থান
অধ্যায়-৬ নেতৃত্ব 
অধ্যায়-৭ প্রেষণা
অধ্যায়-৮ যোগাযোগ 
অধ্যায়-৯ সমন্বয়সাধন
অধ্যায়-১০ নিয়ন্ত্রণ