ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ১ম পত্র
অধ্যায়-১ ব্যবসায়ের মৌলিক ধারণা
অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ
অধ্যায়-৩ একমালিকানা ব্যবসায়
অধ্যায়-৪ অংশীদারি ব্যবসায়
অধ্যায়-৫ যৌথ মূলধনী ব্যবসায়
অধ্যায়-৬ সমবায় সমিতি
অধ্যায়-৭ রাষ্ট্রীয় ব্যবসায়
অধ্যায়-৮ ব্যবসায়ের আইনগত দিক
অধ্যায়-৯ ব্যবসায়ে সহায়ক সেবা
অধ্যায়-১০ ব্যবসায় উদ্যোগ
অধ্যায়-১১ ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার
অধ্যায়-১২ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ২য় পত্র
অধ্যায়-১ ব্যবস্থাপনার ধারণা
অধ্যায়-২ ব্যবস্থাপনার নীতি
অধ্যায়-৩ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ
অধ্যায়-৪ সংগঠিতকরণ
অধ্যায়-৫ কর্মীসংস্থান
অধ্যায়-৬ নেতৃত্ব
অধ্যায়-৭ প্রেষণা
অধ্যায়-৮ যোগাযোগ
অধ্যায়-৯ সমন্বয়সাধন
অধ্যায়-১০ নিয়ন্ত্রণ
Tuesday, September 17
অধ্যায় ৫- যৌথ মূলধনী ব্যবসায়- Joint Stock Company HSC
বোর্ড পরীক্ষা এবং ভার্সিটি এডমিশন এক্সামের জন্য
Business Org. And Management 1st paper 5th chapter- Joint Stock Company
(For HSC MCQ and Admission Test Exam)
এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ন তথ্যকণিকা
- যখন বছর শেষ হওয়ার পূর্বে শেয়ারহোল্ডারদেরকে লভ্যাংশ প্রদান করা হয় তখন তাকে = Interim dividend বা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বলে।
- কৃত্রিমভাবে শেয়ারবাজারে শেয়ারের মূল্য বৃদ্ধির প্রক্রিয়াকে বলে = ম্যানিপুলেশন
- কোম্পানি সংগঠন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কত সালে? = ১৮৪৪ সালে
- রাজা বা রানির বিশেষ ঘোষণাবলে কোন ধরনের কোম্পানি গঠিত হয়েছে? = সনদপ্রাপ্ত কোম্পানি
- কোথায় কোম্পানি সংগঠন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে? = ব্রিটেনে
- কোম্পানি আইন সর্বপ্রথম কোথায় পাস হয়? = ব্রিটেনে
- কোন বৈশিষ্ট্যের কারণে কোম্পানি নিজ নামে পরিচালিত হয়? = কৃত্রিম ব্যক্তিসত্তা
- প্রাইভেট লি. কোম্পানির সদস্যসংখ্যা কত? = ২-৫০ জন
- কোম্পানির কর আরোপ করা হয় কিসের ওপর? = মুনাফা
- পাবলিক লি. কোম্পানির সদস্যসংখ্যা কত? = ৭ – শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ
- কোম্পানির অস্তিত্ব কোন ধরনের? = চিরস্থায়ী প্রকৃতির
- নিবন্ধিত কোম্পানিকে দায়ের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা হয়েছে? = ২ ভাগে
- পরিবারের সদস্য নিয়ে সাধারণত কোন ধরনের কোম্পানি গঠিত হয়? = প্রাইভেট লি. কোম্পানি
- কোন ধরনের কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়? = প্রাইভেট লি. কোম্পানি
- কোন ধরনের কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য? = পাবলিক লি. কোম্পানি
- পাবলিক লি.কোম্পানির কমপক্ষে পরিচালক সংখ্যা কত? = ৩ জন
- কোম্পানিকে আমেরিকায় বলা হয় Corporation.
- প্রাইভেট লিমিটেড কোম্পানির নামের শেষে (PVT) Ltd. ব্রিটেনে Ltd. এর পরিবর্তে PLC (Private Limited Company) ব্যবহার করে।
- প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর ২৩১ ধারা।
- পাবলিক লিমিটেড কোম্পানিকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তর ২৩২ ধারা।
- কোম্পানির স্মারকলিপিতে পরিবর্তিত নতুন মূলধনের পরিমাণ উল্লেখ করে ১৫ দিনের মধ্যে নিবন্ধককে জানাতে হয়।।
- পৃথিবীর সকল দেশেই শেয়ার মূল্য দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি অধিক জনপ্রিয়।
- কোম্পানিকে কর দিতে হয় ২ বার।
- সরকার কর্তৃক যারা পরিচালক হিসেবে নিয়োগ পায় তাদের কোনো যোগ্যতাসূচক শেয়ার ক্রয়ের বিধান নেই।
- ব্যবস্থাপনা প্রতিনিধি কোম্পানির পরিচালকের ১/৩ এর বেশি হবে না।
- অবলেখকগণ কোম্পানির শেয়ার বিক্রির দায়িত্ব গ্রহণ করে ।
- অবলেখক প্রতিষ্ঠান শেয়ার বিক্রি করে কমিশন লাভ করে থাকেন।
- সবচেয়ে বড় Underwriter বা অবলেখক ICB (Investment Corporation of Bangladesh (১৯৭৬)।
- কোম্পানির কর্মকর্তা বা কর্মচারীকে নিরীক্ষক হিসেবে নিয়োগ করা যায় না।
- লিক্যুইডেটর হলেন আদালত কর্তৃক নিয়োগকৃত একজন প্রতিনিধি যিনি আদালতের তত্ত্বাবধানে কোম্পানির বিলোপ সাধনে সহায়তা করেন।
- যদি পাবলিক লিঃ কোম্পানিতে সদস্য ৫০ এর বেশি হয় তবে সদস্যদের নামের তালিকা রাখা বাধ্যতামূলক।
- প্রাইভেট লিমিটেড কোম্পানি সর্বনিম্ন সদস্য ২ ও সর্বোচ্চ ৫০ জন।
- পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ।
- পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার জনগণের উদ্দেশ্যে ক্রয়-বিক্রয়ের আহ্বান জানানো যায়।
- কোম্পানির পৃথক আইনগত সত্তা সৃষ্টি করে নিবন্ধনপত্র (Certificate of incorporation)। কোম্পানির আইনগত অস্তিত্বের প্রশ্নে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল । একে কোম্পানির Birth Certificate নামেও আখ্যায়িত করা যায়।
- কোম্পানি সৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হলো নিবন্ধনপত্র।
- কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হলো স্মারকলিপি ।
- কোম্পানির যদি শুধু মূলধন বৃদ্ধি করতে চায় তাহলে সাধারণ সভার প্রস্তাব পাস করলেই হয়ে যায়। কিন্তু মূলধন হ্রাস করতে হলে সাধারণ সভায় বিশেষ প্রস্তাব পাস এবং আদালতের অনুমতি নিতে হয়।
- কোম্পানির ঠিকানা পরিবর্তন হলে ২৮ দিনের মাঝে নিবন্ধককে জানাতে হবে।
- কোম্পানির উদ্দেশ্য পরিবর্তন হলে নিবন্ধকের নিকট ১০ দিনের মধ্যে জমা দিতে হবে।
- কোম্পানিতে শেয়ার মালিকদের ব্যবসায়িকভাবে মুনাফার যে অংশ দেওয়া হয় তাদেরকে লভ্যাংশ বা Dividend বলে।
- উদ্দেশ্য ধারার আরেকটি নাম হলো কোম্পানির কর্মপন্থা নকশা।
- শেয়ার দ্বারা সীমিত দায়সম্পন্ন কোম্পানিকে সংঘবিধি তৈরি করতে হয় না ।
- পরিচালকগণের কেউ যদি তাদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব থেকে মূলধন সংগ্রহ করতে চায় তাহলে বিকল্প বিবরণের বিবৃতিপত্র দিয়ে সেই কাজ সম্পন্ন করতে পারে।
- যদি কোনো কারণে সংঘবিধি এবং স্মারকলিপির মাঝে সমস্যা দেখা দেয় তবে এতে স্মারকলিপিই প্রাধান্য পাবে।
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ১ম পত্র
অধ্যায়-১ ব্যবসায়ের মৌলিক ধারণা
অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ
অধ্যায়-৩ একমালিকানা ব্যবসায়
অধ্যায়-৪ অংশীদারি ব্যবসায়
অধ্যায়-৫ যৌথ মূলধনী ব্যবসায়
অধ্যায়-৬ সমবায় সমিতি
অধ্যায়-৭ রাষ্ট্রীয় ব্যবসায়
অধ্যায়-৮ ব্যবসায়ের আইনগত দিক
অধ্যায়-৯ ব্যবসায়ে সহায়ক সেবা
অধ্যায়-১০ ব্যবসায় উদ্যোগ
অধ্যায়-১১ ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার
অধ্যায়-১২ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ২য় পত্র
অধ্যায়-১ ব্যবস্থাপনার ধারণা
অধ্যায়-২ ব্যবস্থাপনার নীতি
অধ্যায়-৩ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ
অধ্যায়-৪ সংগঠিতকরণ
অধ্যায়-৫ কর্মীসংস্থান
অধ্যায়-৬ নেতৃত্ব
অধ্যায়-৭ প্রেষণা
অধ্যায়-৮ যোগাযোগ
অধ্যায়-৯ সমন্বয়সাধন
অধ্যায়-১০ নিয়ন্ত্রণ