ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ১ম পত্র
অধ্যায়-১ ব্যবসায়ের মৌলিক ধারণা
অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ
অধ্যায়-৩ একমালিকানা ব্যবসায়
অধ্যায়-৪ অংশীদারি ব্যবসায়
অধ্যায়-৫ যৌথ মূলধনী ব্যবসায়
অধ্যায়-৬ সমবায় সমিতি
অধ্যায়-৭ রাষ্ট্রীয় ব্যবসায়
অধ্যায়-৮ ব্যবসায়ের আইনগত দিক
অধ্যায়-৯ ব্যবসায়ে সহায়ক সেবা
অধ্যায়-১০ ব্যবসায় উদ্যোগ
অধ্যায়-১১ ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার
অধ্যায়-১২ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ২য় পত্র
অধ্যায়-১ ব্যবস্থাপনার ধারণা
অধ্যায়-২ ব্যবস্থাপনার নীতি
অধ্যায়-৩ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ
অধ্যায়-৪ সংগঠিতকরণ
অধ্যায়-৫ কর্মীসংস্থান
অধ্যায়-৬ নেতৃত্ব
অধ্যায়-৭ প্রেষণা
অধ্যায়-৮ যোগাযোগ
অধ্যায়-৯ সমন্বয়সাধন
অধ্যায়-১০ নিয়ন্ত্রণ
Tuesday, September 17

Processing Accounting Data

Short Question: Processing Accounting Data

1.    লেনদেন কী? (What is a transaction?)

উত্তর: ব্যবসায়ের অর্থনৈতিক ঘটনা যেটা হিসাববিদ কর্তৃক লিপিবদ্ধ করা হয় তাই লেনদেন।

2.    হিসাব চক্র কি? (What is an account cycle?) 

উত্তর: দুতরফা দাখিলা নিয়ম অনুসারে হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধারাবাহিক আবর্তনই হচ্ছে হিসাব চক্র যাচক্রকারে আবর্তিত হয়।

3.    প্রকৃত জাবেদা কি? (What is real Journal?) 

উত্তর: সময়ের ক্রমানুসারে ধারাবাহিকভাবে লেনদেনগুলোকে যে হিসাবে লিপিবদ্ধ করা হয় তাই প্রকৃত জাবেদা।

4.    সাধারণ জাবেদা কি? (What is General journal) 

উত্তর: জাবেদার সবচেয়ে মৌলিক রুপকে সাধারণ জাবেদা বলা হয়।

5.    হিসাবের ডেবিট-ক্রেডিট নির্ণয়ের সূত্রটি লিখ-

উত্তর: হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রটি নিম্নরূপ: (১) খরচ, ক্ষতি, সম্পত্তি, উত্তোলন স্বাভাবিক ব্যালেন্স ডেবিট এবং বৃদ্ধি পেলে ডেবিট ও হ্রাস পেলে ক্রেডিট। (২) আয়, দায়, লাভ মূলধন স্বাভাবিক ব্যালেন্স ডেবিট এবং বৃদ্ধি পেলে ক্রেডিট ও হ্রাস পেলে ডেবিট

6.    হিসাব তালিকা কী? (What is a Chart of accounts?) 

উত্তর: হিসাব এবং হিসাবের নামের একটি তালিকা যা খতিয়ানে তাদের অবস্থান নির্দেশ করে।

7.    দুটি ঘটনার উদাহরণ দাও, যা লেনদেন নয়। (Give examples of two events which are not transactions?)

উত্তর: (১) ৫,০০০ টাকার মাল ক্রয় করার জন্য ফরমায়েশ প্রদান করা হল। (২) ৩০,০০০ টাকা বেতনেএকজন ম্যানেজার নিয়োগ করা হল।

 

8.    ১/১৫, নীট ৪৫, ইওএম এই টার্ম দ্বারা তুমি কী বুঝ? (What do you mean by the term 1/15, Net 45,EOM?)

উত্তর: এই টার্ম এটা নির্দেশ করে যে, চালান তৈরীর পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে মূল্য পরিশোধ করা হলে ক্রেতা ১% বাটা পাবে। কিন্তু চালান তৈরির তারিখের পরের মাসের ১ম দিন থেকে ৪৫ দিনের মধ্যে মোট মূল্য পরিশোধ করতে হবে।

9.    5/EOM, N/60 বলতে কী বুঝ? (What do you mean by 5/EOM, N/607) 

উত্তর: 5/EOM: এই শর্ত এটা নির্দেশ করে যে, চালান তৈরির পরবর্তী মাসের প্রথম দিন হতে ৫ম দিনের মধ্যে

10.  মোট মূল্য পরিশোধ করতে হবে।

n/60: যে দিন কোন লেনদেন সংগঠিত হবে তার পরবর্তী হতে পরবর্তী ষাট দিনের মধ্যে অবশ্য দেনা পাওনা নিষ্পত্তি করতে হবে।

11.  বিক্রয় চালান কী? (What is sales invoice?)

উত্তর: ধারে বিক্রয়ের প্রমাণ দলিল। 

12. মিশ্র জাবেদা দাখিলা কী? (What is mix journal?)

উত্তর : যে ধরনের জাবেদায় দুই বা ততোধিক ডেবিট বা ক্রেডিট হিসাব থাকে তাকে মিশ্র জাবেদা বলে।

13. বিপরীত দাখিলা কি? (What is reversing entry?

উত্তর: পরবর্তী হিসাবকালের শুরু পূর্ববর্তী হিসাবকালের সময় দাখিলার বিপরীত দাখিলা ।

14.  ভ্যাট চলতি হিসাব বলতে কী বুঝ? (What is a VAT current account?)

উত্তর: মোট উৎপাদিত পণ্যের মূল্যর উপর নির্দিষ্ট হারে আরোপিত কর হতে মোট উপকরণের মূল্যের উপর (অনার্স) ২০১২) নির্দিষ্ট হারে করের বিয়োগফলকে ভ্যাট হিসাব বা ভ্যাট চলতি হিসাব বলে।

15. হিসাবের ডেবিট-ক্রেডিট নির্ণয়ের সূত্রটি লিখ। 

উত্তর: সম্পত্তি হিসাব (Assets account) = সম্পত্তি বৃদ্ধি পেলে Dr. হ্রাস পেলে Cri

ii. দায় হিসাব (Liabilities account) হ্রাস পেলে Dr. বৃদ্ধি পেলে Cr.

iii. খরচ হিসাব (Expense account) = বৃদ্ধি পেলে Dr. হ্রাস পেলে Cr.

iv. আয় হিসাব (Income account): আয় হ্রাস পেলে Dr. আয় বেড়ে গেলে Cr.

v. মালিকানা স্বত্ত্ব (Owners equity) = মালিকানা স্বত্ব হ্রাস পেলে Dr. মালিকানা স্বত্ব বেড়ে গেলে Cr. 

16. মজুদ পণ্যের লিপিবদ্ধকরণের নির্দিষ্ট সনাক্তকরণ পদ্ধতি কি? (What is the specific identification

method for recording merchandise inventory?) 

উত্তর: মজুদ পণ্যের লিপিবন্ধকরণের নির্দিষ্ট সনাক্তকরণ পদ্ধতি হচ্ছে (i) FIFO Method (ii) LIFO Method (iii) Average cost Method. 

17.  নিত্য মজুত পণ্য ব্যবস্থা বলতে কী বুঝ? (What do you mean by perpetual inventory system ? )

উত্তর: একটি মজুত ব্যবস্থা যেখানে হিসাবকালের সম্পূর্ণ বছর ধরেই প্রতিটি মজুতের ব্যয় সংরক্ষণ করা হয় এবং মজুতের বিস্তারিত তালিকা এবং কত মজুত হাতে আছে তা জানা যায়। 

18. সরল দাখিলা কী? 

উত্তর: একটি জাবেদা যেটিতে মাত্র দুটো হিসাব থাকে। (A journal entry that involves only two 

19.  কালান্তিক মজুত ব্যবস্থা বলতে কী বুঝ? (What do you mean by periodic inventory system ? )

accounts.)

উত্তর: একটি মজুত ব্যবস্থা যেখানে সারা বছরের ধরে বিস্তারিত হিসাব রাখা হয় না এবং বিক্রীত পণ্যের ব্যয় হিসাবকাল শেষে নির্ধারণ করা হয়।

20. FOB ডেস্টিনেশন কী? (What is a FOB destination ?) 

উত্তর: পণ্য পরিহনের একটি শর্ত যেখানে উল্লেখ থাকে যে ক্রেতার গন্তব্য পর্যন্ত বিক্রেতা বিনামূল্যে পণ্যপৌঁছিয়ে দিতে হবে এবং পরিবহন ব্যয় পরিশোধ করবে। 

21. FOB destination জন্য ক্রেতার বইতে কি জাবেদা হবে। (What Journal entry for FOBdestination in purchaser book.)

উত্তর: কোন জাবেদা হবে না।

 

22. এফওবি জাহাজীকরণ বলতে কী বুঝ? (What do you mean by FOB shipping point ?)

উত্তর: পণ্য পরিহনের একটি শর্ত যেখানে উল্লেখ থাকে যে বিক্রেতা বহনকারক (জাহাজ) পর্যন্ত পণ্য বিনামূল্যে পৌঁছে দিবে এবং ক্রেতা পরিবহন ব্যয় পরিশোধ করবে।

23. নিট মূল্য পদ্ধতি কী? (What is the net value method ?) 

উত্তর: পণ্য দ্রব্য হিসাবরক্ষণ পদ্ধতির একটি পদ্ধতি যে পদ্ধতিতে পণ্যের মোট চালানমূল্য থেকে বাট্টা বাদ দিয়েপণ্যের এনামূল্য লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ, নীট মূল্য = মোট চালান মূল্য – বাটা।

24. ২/১০, নীট ৩০, এই টার্ম দ্বারা তুমি কী বুঝ? (What do you mean by the term 2/10, Net 30 )

উত্তর: এই টার্ম এটা নির্দেশ করে যে, চালানের তারিখ থেকে পরবর্তী ১০ দিনের মধ্যে মূল্য পরিশোধ করা হলে মোট চালান মূল্যের উপর ২% বাটা পাওয়া যাবে। কিন্তু ক্রেতাকে ৩০ দিনের মধ্যে মোট মূল্য পরিশোধ করতেই হবে। 

Principles of Accounting 

 
Introduction to Accounting
Financial Accounting Process
The Accounting Process
The Ledger
The Trial Balance
Accounting System 
Final Accounts- Adjusting and Closing Entries
Final Accounts- Worksheet
Final Accounts Classified Income Statement and Balance Sheet