ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ১ম পত্র
অধ্যায়-১ ব্যবসায়ের মৌলিক ধারণা
অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ
অধ্যায়-৩ একমালিকানা ব্যবসায়
অধ্যায়-৪ অংশীদারি ব্যবসায়
অধ্যায়-৫ যৌথ মূলধনী ব্যবসায়
অধ্যায়-৬ সমবায় সমিতি
অধ্যায়-৭ রাষ্ট্রীয় ব্যবসায়
অধ্যায়-৮ ব্যবসায়ের আইনগত দিক
অধ্যায়-৯ ব্যবসায়ে সহায়ক সেবা
অধ্যায়-১০ ব্যবসায় উদ্যোগ
অধ্যায়-১১ ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার
অধ্যায়-১২ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ২য় পত্র
অধ্যায়-১ ব্যবস্থাপনার ধারণা
অধ্যায়-২ ব্যবস্থাপনার নীতি
অধ্যায়-৩ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ
অধ্যায়-৪ সংগঠিতকরণ
অধ্যায়-৫ কর্মীসংস্থান
অধ্যায়-৬ নেতৃত্ব
অধ্যায়-৭ প্রেষণা
অধ্যায়-৮ যোগাযোগ
অধ্যায়-৯ সমন্বয়সাধন
অধ্যায়-১০ নিয়ন্ত্রণ
Monday, July 15

Introduction to Accounting

  1. আধুনিক হিসাব সমীকরণ বলতে কি বুঝ? (What do you mean by the modern accounting equation ?) 

উত্তর: লেনদেনের দ্বৈতসত্তার উপর নির্ভর করে হিসাবসমূহের মধ্যে যে গাণিতিক সম্পর্ক স্থাপন করা হয়, তাকে আধুনিক হিসাব সমীকরণ বা Accounting Equation বলে। হিসাব সমীকরণটি হল: Asset = Liabilities + owner’s equity (capital + Income -Expenses -drawing).

2. হিসাব সমীকরণটিকে বর্ধিত করে লিখ। (Extended of Accounting Equation) 

উত্তর: A = L + P Where, A = Assets, L= Liabilities & P = Proprietorship Owner’s Equity.

3. দু’তরফা দাখিলা পদ্ধতি কি? (What is the Double Entry System?) 

উত্তর: যে পদ্ধতিতে লেনদেনগুলোকে দ্বৈতসত্তার ভিত্তিতে সঠিকভাবে অনুসরণ করে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণ করা হয়, তাকে দু’তরফা দাখিলা পদ্ধতি (Double entry System) বলা হয়। 

4. উত্তোলন বলতে কি বুঝ? (What do you mean by Drawings?) 

উত্তর : ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবসায়ের মালিক কর্তৃক ব্যবসা হতে নগদ বা অন্যান্য সম্পদ তুলে নেওয়াকেইউত্তোলন বলে।

5. ডেবিট ও ক্রেডিট কি? (What is Debit & Credit ? ) 

উত্তর: দু’তরফা দাখিলা পদ্ধতিতে দুটি পক্ষকে আলাদাভাবে উপস্থাপর করার জন্য দুটি Technical Term ব্যবহার করা হয়েছে। হিসাবের বাম পাশকে ডেবিট এবং ডান পাশের ক্রেডিট বলা হয়।

6. ডেবিট নোট কি? (What is Debit note?)

উত্তর: ক্রয় ফেরত, ভুল সংশোধন ইত্যাদির জন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাবকে ডেবিট করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যে পত্র ইস্যু করা হয় তাকে। ডেবিট নোট বলে।

7. ক্রেডিট নোট কি? (What is Credit note?)

উত্তর: কোন কারণে ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেলে অথবা বিক্রয়কৃত পণ্যের মূল্য অধিক ধার্য করা হলে। বিক্রেতা হিসাব সংশোধনের জন্য ক্রেতার হিসাব ক্রেডিট করে যে চিঠি দেয়া হয় তাকে ক্রেডিট নোটবলে।

8. সম্পদ কী? (What is Assets ? )

উত্তর: একটি ব্যবসায়ের যাবতীয় পরিসম্পদ যা ব্যবসা ধারণ করে।

9. দায় কী? (What is Liabilities ? )

উত্তর: মোট সম্পদের চেয়ে পাওনাদার ও মালিকের দাবী।

10. আয় কী? (What is Revenues ? )

উত্তর: ব্যবসায়িক কর্মকান্ড হতে সৃষ্ট মালিকানা সত্ত্বের বৃদ্ধিকে আয় বলা হয়।

11. সামঞ্জস্যতার নীতি কী? (What is consistency?)

উত্তর : আয় অর্জনের জন্য কোন হিসাবকালে ব্যয়সমূহ আয়ের সাথে মিলকরণের নীতিকেই সামঞ্জস্যতারমিলকরণ নীতি বলে।

12. তিনটি তরল সম্পত্তির নাম লিখ। (Write down the name of tree liquid assets.)

উত্তর: তিনটি তরল সম্পত্তির হলো ১. হাতে নগদ, ২. ব্যাংক জমা এবং ৩. দেনাদার।

13. হিসাব সমীকরণটি হিসাববিজ্ঞানের কোন নীতির উপর ভিত্তি করে তৈরি হয়েছে? 

উত্তর: হিসাব সমীকরণটি হিসাববিজ্ঞানের আর্থিকসত্ত্বা নীতির উপর ভিত্তি করে তৈরি হয়েছে । 

14. শেয়ার হোল্ডারদের ইক্যুইটি কিভাবে গঠিত হয়?

উত্তর: শেয়ার মূলধন, সঞ্চিতি তহবিল, অবণ্টিত লাভ বা ক্ষতি দ্বারা মালিকানা স্বত্ব গঠিত।

15. স্বত্বা ধারণা কী? (What is entity concept?) 

উত্তর: এই অনুমান অনুযায়ী কারবারকে তার মালিক বা মালিকদের থেকে পৃথক অনুধাবন করা হয়। এখানে মনে করা হয় প্রতিষ্ঠান যেন তার নিজের অধিকারেই বিদ্যমান থাকে। এখানে সম্পদগুলোকে মালিকের সম্পত্তি আর দেনাগুলোকে মালিকের দায় হিসেবে গণ্য করা হয় না। এ ধারণা অনুসারে কারবারই ইহার সকল সম্পত্তির মালিকএবং কারবারই সকল দায় দায়িত্বের জন্য দায়ী।

Principles of Accounting 

 
Introduction to Accounting
Financial Accounting Process
The Accounting Process
The Ledger
The Trial Balance
Accounting System 
Final Accounts- Adjusting and Closing Entries
Final Accounts- Worksheet
Final Accounts Classified Income Statement and Balance Sheet