ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ১ম পত্র
অধ্যায়-১ ব্যবসায়ের মৌলিক ধারণা
অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ
অধ্যায়-৩ একমালিকানা ব্যবসায়
অধ্যায়-৪ অংশীদারি ব্যবসায়
অধ্যায়-৫ যৌথ মূলধনী ব্যবসায়
অধ্যায়-৬ সমবায় সমিতি
অধ্যায়-৭ রাষ্ট্রীয় ব্যবসায়
অধ্যায়-৮ ব্যবসায়ের আইনগত দিক
অধ্যায়-৯ ব্যবসায়ে সহায়ক সেবা
অধ্যায়-১০ ব্যবসায় উদ্যোগ
অধ্যায়-১১ ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার
অধ্যায়-১২ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ২য় পত্র
অধ্যায়-১ ব্যবস্থাপনার ধারণা
অধ্যায়-২ ব্যবস্থাপনার নীতি
অধ্যায়-৩ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ
অধ্যায়-৪ সংগঠিতকরণ
অধ্যায়-৫ কর্মীসংস্থান
অধ্যায়-৬ নেতৃত্ব
অধ্যায়-৭ প্রেষণা
অধ্যায়-৮ যোগাযোগ
অধ্যায়-৯ সমন্বয়সাধন
অধ্যায়-১০ নিয়ন্ত্রণ
Saturday, July 13

Introduction to Accounting

অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলী (Brief Questions & Answer )

 
  1. হিসাব কি? (What is account ?)
উত্তর: লেনদেনগুলোকে হিসাববিজ্ঞানের নিয়মানুযায়ী উপযুক্ত শিরোনামের অধীনে সাজিয়ে যে সংক্ষিপ্ত শ্রেণিবদ্ধ বিবরণী তৈরি করা হয় তাকে হিসাব বলে ।  
 
  1. হিসাববিজ্ঞান কি? (What is accounting?) 
উত্তর: প্রতিষ্ঠানের অর্থনৈতিক ঘটনাসমূহ শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীর নিকট সরবরাহকরার প্রক্রিয়াই হচ্ছে হিসাববিজ্ঞান 1 
 
  1. হিসাবরক্ষণ বা Book keeping কি? (What is Book keeping?)
উত্তর: আর্থিক লেনদেন সমূহ নির্ভুলতার সাথে ব্যবসায়ের বইতে লিপিবদ্ধ করার কৌশলকে সাবরক্ষণ বা Book keeping বলে। 
 
  1. হিসাব তথ্য কী? (What is Accounting information ?) [জাঃবিঃ বিবিএ (অনার্স) ২০১৬, ১৯/
উত্তর : একটি কারবার প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানের হিসাব বিভাগ তাদের কার্যাবলী সংক্রান্ত যে সমস্ত হিসাব। বিবরণী প্রস্তুত করে এবং তা যথাযথভাবে প্রকাশ করে তাকে হিসাব তথ্য বলে । 
 
  1. ‘ক্রয়মূল্য নীতি’ বলতে কী বুঝ? (What do you mean by cost concept?) [জাঃবিঃ বিএ (অনার্স) ২০১৬, ১৯/
উত্তর : যে নীতি অনুসারে সম্পত্তিকে তাদের ঐতিহাসিক ক্রয় মূল্য লিপিবদ্ধ করা হয়, সেই নীতিকে ক্রয় মূল্যনীতি বলা হয় ।. 
 
  1. হিসাববিজ্ঞানের জনক কে? (Who is the father of Accounting?) [জাঃবিঃ বিবিএ (অনার্স) ২০১৫)
উত্তর: লুকা ডি প্যাসিওলি। 
 
  1. আর্থিক হিসাববিজ্ঞান কি? (What is Financial Accounting?) [জা:বি: বিবিএ (অনার্স) ২০১৩
উত্তর: হিসাববিজ্ঞানের যে শাখা কারবারের বিনিয়োগকারী, পাওনাদার ও অন্যান্য বহিঃ বহারকারীদের অর্থনৈতিক এবং আর্থিক তথ্যাবলী সরবরাহ করে তাকে আর্থিক হিসাববিজ্ঞান বলে। 
 
  1. ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান কি? (What is Management Accounting?)
উত্তর: হিসাববিজ্ঞানের যে শাখা ব্যবস্থাপকগণকে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য প্রয়োজনীয় তথ্য। সরবরাহ করে তাকে ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান বলে।  
 
  1. নৈতিকতা বলতে কি বুঝ? (What do mean by Ethics?)
উত্তর: নৈতিকতা বলতে নীতির এমন একটি মানকে বোঝায় যার দ্বারা একজন কর্মকর্তা সঠিক না বেঠিক, সত্য না অসত্য তা নির্ধারণ করা হয়। 
 
  1. হিসাববিজ্ঞানের আধুনিক ফরম দু’তরফা দাখিলা পদ্ধতির প্রবর্তক কে ছিলেন? (Who was the inventor of modern form of accounting i,e. “Double entry system of accounting?)
উত্তর: লুকা ডি প্যাসিওলি। 
 
  1. Luca D. Pacioli কর্তৃক রচিত ঐতিহাসিক গ্রন্থের নাম কী? (What is the name of the historical book by Luca D. Pacioli?)
উত্তর: সুস্থা ডি অ্যারেথমেটিকা, জিওমেট্রিক, প্রোপোরসনেট এট প্রোপারসনেলিটা 
 
  1. AAA প্রদত্ত হিসাববিজ্ঞানের সংজ্ঞাটি লিখ। (Write the definition of Accounting given by AAA)(জা: বি: বিসিএ (অনার্স) – 2012/(জা: বি: বিবিএ (অনার্স)- 2018 |
উত্তর: হিসাববিজ্ঞান বলতে আর্থিক তথ্য শনাক্তকরণ, পরিমাপ এবং সরবরাহ করার এমন একটি প্রক্রিয়াকে বুঝায় যা উক্ত তথ্যের ব্যবহারকারীগণকে তথ্য নির্ভর বিচার-বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।  
 
  1. পাবলিক হিসাববিজ্ঞান কী? (What is Public Accounting?) 
উত্তর: পাবলিক হিসাববিজ্ঞান হলো হিসাববিজ্ঞানের একটি ক্ষেত্র যেখানে হিসাববিজ্ঞানীগণ সাধারণ জনগণকে দক্ষ সেবা দেয়। 
 
  1. আধুনিক হিসাব বিজ্ঞানের 3C কি কি? (What is three C of modern Accounting?).(জা: বিঃ বিবিএ (অনার্স)-২০১১, ২০১৪ (বা.)|
উত্তর: আধুনিক হিসাববিজ্ঞানের তিনটি হলো- (i) বায় (Cost), (ii) রক্ষণশীল (Conservatism) ও (iii) সামঞ্জস্য (Consistency) 
 
  1. হিসাববিজ্ঞানের মৌলিক ‘ইনপুট’ ও ‘আউটপুট’ কোনটি? (What are the basic input and output of accounting?) [জা: বিঃ বিবিএ (অনার্স) – 2010)
উত্তর: তথ্য (Data), উপাত্ত (Information)। 
 
  1. GAAP কি? (What is GAAP?) (জা: বি: বিবিএ (অনার্স)-২০১১, ২০১৪ | 
উত্তর: GAAP হচ্ছে সর্বজনস্বীকৃত এবং সবার নিকট গ্রহণযোগ্য হিসাববিজ্ঞানের একটি নীতিমালा। 
 
  1. বহি: ব্যবহারকারী কারা? (Who are the external users)? (জা: বি: বিবিএ (অনার্স)- ২০১৪)
উত্তর: বহি: ব্যবহারকারী হলো (i) পাওনাদার (ii) বিনিয়োগকারী (iii) ভোক্তা, (iv) সরকার। 
 
  1. অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? (Who are the internal users)? 
উত্তর: (i) বিপণন ব্যবস্থাপক) (ii) উৎপাদন তত্ত্বাবধায়ক (iii) আর্থিক পরিচালক (iv) কোম্পানি কর্মকর্তা। 
 
Elaboration: 
  • GAAP Generally Accepted Accounting Principles.  [জা: বি: বিবিএ (অনার্স) – ২০১৭
  • IAS = International Accounting Standards.[জা: বিঃ বিবিএ (অনার্স)-২০১২)
  • IASC International Accounting Standards Committee.
  • IASB = International Accounting Standards Board.
  • AICPA = American Institute of Certified Public Accountants.বি. বিবিএ (অনার্স)-২০১৩, ১৬,
  • FASB = Financial Accounting Standard Board.
  • AAA = American Accounting Association.[জা: বি: বিবিএ (অনার্স)-২০১২)
  • FRSB International Financial Reporting Standards.of Bangladesh. [জা: বি: বিবিএ (অনার্স)-২০১৮|
  • CMAB = Institute of Cost and Management Accountants of Bangladesh.
  • ICAB = Institute of Chartered Accountants 
  • CA = Chartered Accountant.
  • ACA = Associate of Chartered Accountants 
  • FCA = Fellow of Chartered Accountants [জা: বি: বিবিএ (অনার্স) – 2011, 2018 ]
  • ICMA = Institute of Cost and Management Accountants. 
  • FCMA = Fellow of Cost and Management Accountants.
  • ICAEW = Institute of Chartered Accountants of England and Wales.  
  • NBR = National Board of Revenue.
  • SEC = Security and Exchange Commission.

Principles of Accounting 

 
Introduction to Accounting
Financial Accounting Process
The Accounting Process
The Ledger
The Trial Balance
Accounting System 
Final Accounts- Adjusting and Closing Entries
Final Accounts- Worksheet
Final Accounts Classified Income Statement and Balance Sheet