বাংলাদেশের সরকারি ব্যাংক কয়টি এই বিষয়টি জানার জন্য অনেকেই এই প্রশ্নটি গুগলে সার্চ করে উত্তর খুজে থাকেন । বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনার এটি জানা দরকার । বাংলাদেশে বর্তমানে অনেক ব্যাংক রয়েছে তার মধ্যে কোন কোন ব্যাংক সরকারি এটি জানলে টাকা জমা রাখাও অনেক সুবিধা । তাহলে চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের সরকারি ব্যাংক কয়টি কয়টি ও কি কি ?
বাংলাদেশের ব্যাংকগুলোকে মূলত দুইভাগে ভাগ করা হয়-
১. সিডিউলড ব্যাংক বা তালিকাভুক্ত ব্যাংক
২. নন – সিডিউলড ব্যাংক বা অতালিকাভুক্ত ব্যাংক
১. সিডিউলড ব্যাংক বা তালিকাভুক্ত ব্যাংক: বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ ১৯৭২ মোতাবেক যে ব্যাংকগুলো প্রতিষ্ঠিত ও পরিচালিত হয় তাকে সিডিউলড ব্যাংক বা তালিকাভুক্ত ব্যাংক বলে।
২. নন – সিডিউলড ব্যাংক বা অতালিকাভুক্ত ব্যাংক: যে ব্যাংকগুলো নির্দিষ্ট উদ্দেশ্য বা কাজের জন্য প্রতিষ্ঠিত ও পরিচালিত হয় কিন্তু বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ ১৯৭২ মোতাবেক না চলে অন্য অন্য যেকোন আইন দ্বারা গঠিত ও পরিচালিত হয় তাকে নন – সিডিউলড ব্যাংক বা অতালিকাভুক্ত ব্যাংক বলে । এই ব্যাংকগুলো তালিকাভুক্ত ব্যাংকের মত সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারে না ।
বাংলাদেশের সরকারি ব্যাংক কয়টি ও কি কি
সিডিউলড ব্যাংকগুলোকে আবার ছয়ভাগে ভাগ করা যায় তার মধ্যে একটি হচ্ছে “রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক” । এই ব্যাংকগুলোকেই মূলত আমরা সরকারি ব্যাংক বলে থাকি । বাংলাদেশে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক রয়েছে ৬টি ।
সুতরাং, বাংলাদেশে সরকারি ব্যাংক ৬ টি । যথা-
- সোনালী ব্যাংক লিমিডেট
- জনতা ব্যাংক লিমিটেড
- রূপালী ব্যাংক লিমিটেড
- অগ্রণী ব্যাংক লিমিটেড
- বেসিক ব্যাংক লিমিটেড
- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)
অনেকেই আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক জুবিলি ব্যাংক, গ্রামীন ব্যাংক প্রভৃতি ব্যাংকগুলোকে সরকারি মনে করে করে থাকেন । কিন্তু মনে রাখবেন এই ব্যাংকগুলোর মালিকানার বেশির ভাগ অংশ সরকারের থাকলেও এই ব্যাংকগুলোকে নন – সিডিউলড ব্যাংক বা অতালিকাভুক্ত ব্যাংক বলা হয়। অতালিকাভুক্ত থাকার কারনে এই ব্যাংকগুলোকে আমরা সরকারি বাণিজ্যিক ব্যাংকের কাতারে ফেলতে পারি না । বাণিজ্যিক ব্যাংকের মত সকল কার্যক্রমও এই ব্যাংকগুলো করতে পারে না ।
চলুন এবার এই ছয়টি ব্যাংক সম্পর্কে কিছু তথ্য জেনে নেই-
১. সোনালী ব্যাংক লিমিডেট: বাংলাদেশের সবচেয়ে বড় রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক “সোনালী ব্যাংক লিমিটেড” । “বাংলাদেশ ব্যাংক (ন্যাশনালাইজেশন) অর্ডার ১৯৭২” অনুসারে এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়।
- রাষ্ট্রপতির অধ্যাদেশ নম্বর ২৬, ১৯৭২ অনুসারে সোনালী ব্যাংক গঠিত ।
- “ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, ব্যাংক অব ভাওয়ালপুর এবং প্রিমিয়ার ব্যাংক” এই তিনটি ব্যাংকের সমন্বয়ে “সোনালী ব্যাংক” প্রতিষ্ঠা লাভ করে।
- ব্যাংকটির অনুমোদিত মূলধন ৬০০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪১৩০ কোটি টাকা।
- সুইফট কোড BSONBDDH ।
- প্রধান কার্যালয় – মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা ।
- ওয়েবসাইট –
২. জনতা ব্যাংক লিমিটেড: জনতা ব্যাংক লিমিটেড বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক । “বাংলাদেশ ব্যাংক (ন্যাশনালাইজেশন) অর্ডার ১৯৭২” অনুসারে এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়।
- রাষ্ট্রপতির অধ্যাদেশ নম্বর ২৬, ১৯৭২ অনুসারে সোনালী ব্যাংক গঠিত ।
- ব্যাংকটির অনুমোদিত মূলধন ৩০০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২৩১৪ কোটি টাকা ।
- “ইউনাইটেড ব্যাংক লিমিটেড ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড” এই দুই ব্যাংক নিয়ে জনতা ব্যাংক গঠিত হয়েছিল ।
- প্রধান কার্যালয় – ১১০, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা ।
- ওয়েবসাইট –
৩. অগ্রণী ব্যাংক লিমিটেড: অগ্রণী ব্যাংক লিমিটেড বাংলাদেশের অন্যতম তৃতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক । “বাংলাদেশ ব্যাংক (ন্যাশনালাইজেশন) অর্ডার ১৯৭২” অনুসারে এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়।
- রাষ্ট্রপতির অধ্যাদেশ নম্বর ২৬, ১৯৭২ অনুসারে সোনালী ব্যাংক গঠিত ।
- “হাবিব ব্যাংক লিমিটেড ও কমার্স ব্যাংক লিমিটেড” এর বাংলাদেশে অবস্থিত সকল শাখার সমন্বয়ে অগ্রণী ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
- ২০০৭ সালের ১৭ মে এটি রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংকে অন্তর্ভুক্ত করা হয় ।
- প্রধান কার্যালয় – ৯/ডি, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০, বাংলাদেশ
- ওয়েবসাইট – https://www.agranibank.org/
৪. রূপালী ব্যাংক লিমিটেড: বাংলাদেশ ব্যাংক জাতীয়করণ অধ্যাদেশ নম্বর ২৬, ১৯৭২-এর অধীনে প্রতিষ্ঠিত হয় রূপালী ব্যাংক লিমিটেড ।
- রাষ্ট্রপতির অধ্যাদেশ নম্বর ২৬, ১৯৭২ অনুসারে সোনালী ব্যাংক গঠিত ।
- “মুসলিম কমার্শিয়াল ব্যাংক, অস্ট্রেলেশিয়া ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক” এর সকল সম্পদ ও দায় নিয়ে রূপালী ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে ।
- ১৯৮৬ সালে এই ব্যাংককে পাবলিক লিমিটেড কোম্পানিতে রুপান্তরিত করা হয় ।
- প্রধান কার্যালয় – ৩৪, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০, বাংলাদেশ
- ওয়েবসাইট – https://www.rupalibank.com.bd/
৫. বেসিক ব্যাংক লিমিটেড: ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে সহযোগীতা করতে বেসিক ব্যাংক লিমিটেড গঠন করা হয় । ১৯৮৯ সালে এই ব্যাংকটি প্রতিষ্ঠা লাভ করে ।
- প্রতিষ্ঠা সাল – ১৯৮৯
- অনুমোদিত মূলধন ৫৫০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১০৮৫ কোটি টাকা ।
- ১৯৯২ সালে ব্যাংকটি শতভাগ সরকারি মালিকানায় চলে যায় ।
- প্রধান কার্যালয় – ১৯৫, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০, বাংলাদেশ
- ওয়েবসাইট – https://www.basicbanklimited.com/bn
৬. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল): বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড সংক্ষেপে বিডিবিএল বাংলাদেশের একটি রাষ্ট্রয়াত্ত বাণিজ্যিক ব্যাংক ।
- ২০০৯ সালের ১৬ নভেম্বর কোম্পানি আইন ১৯৯৪ অনুসারে পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে বিডিবিএল প্রতিষ্ঠিত হয় ।
- “বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা” কে একীভূত করে বিডিবিএল প্রতিষ্ঠা করা হয়।
- ২০১০ সালের ৩ জানুয়ারি বিডিবিএল-এর কর্মযাত্রা শুরু।
- প্রধান কার্যালয় – ৮, রাজউক এভিনিউ, ঢাকা-১০০০, বাংলাদেশ
- ওয়েবসাইট – http://www.bdbl.com.bd/
FAQ
1. বাংলাদেশের সরকারি ব্যাংক কয়টি / সংখ্যা কত?
= ৬ টি
2. ঢাকা ব্যাংক কি সরকারি ?
= না, ঢাকা ব্যাংক বেসরকারি ব্যাংক
3. কৃষি ব্যাংক কি সরকারি ?
= হ্যা সরকারি কিন্তু বিশেষায়িত ব্যাংক
4. সোনালী ব্যাংক কি সরকারি ?
= হ্যা , সরকারি । রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ।
5. জনতা ব্যাংক কি সরকারি ?
= হ্যা , সরকারি । রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ।
6. অগ্রনী ব্যাংক কি সরকারি ?
= হ্যা , সরকারি । রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ।
7. কর্মসংস্থান ব্যাংক কি সরকারি ?
= হ্যা সরকারি, কিন্তু বিশেষায়িত ব্যাংক ।
8. প্রবাসি কল্যাণ ব্যাংক কি সরকারি ?
= হ্যা সরকারি, কিন্তু বিশেষায়িত ব্যাংক ।
9. রুপালী ব্যাংক কি সরকারি ?
= হ্যা , সরকারি । রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ।
10. পল্লী সঞ্চয় ব্যাংক কি সরকারি ব্যাংক ?
= হ্যা সরকারি, কিন্তু বিশেষায়িত ব্যাংক ।