আসসালামুয়ালাইকুম ! আশা করি সবাই ভালো আছেন । অনেকেই ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে অনেক প্রশ্ন করে থাকেন আজ এইসকল কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করবো । যেমন ফিন্যান্স কাকে বলে ? ব্যাংকিং কি বা কাকে বলে ?
ফিন্যান্স ও ব্যাংকিং কি ?
সাধারণত, ফিন্যান্স বলতে অর্থ সংগ্রহ করাকে বুঝায় আর ব্যাংকিং বলতে ব্যাংক সম্পর্কিত যাবতীয় কাজ। ফিন্যান্স ও ব্যাংকিং শব্দ দুইটি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত । এই সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা হলো –
ফিন্যান্স কাকে বলে
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় তথা সা দৈনন্দিন কর্মকাণ্ডে অর্থ ও অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের সর্বদা আর্থিক সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়। ব্যবসায়িক ভাষায় অর্থ বলতে নগদ অর্থ ছাড়াও অর্থাকারে প্রকাশ করা যায় এমন অনেক বিষয়কে বোঝায়। অর্থায়ন বলতে আমরা অর্থ সংগ্রহকে বুঝে থাকি ।
ব্যাপক অর্থে অর্থায়ন হলো, অর্থ সংগ্রহ এবং সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কাজ। তহবিল বা অর্থ সম্পর্কে পরিকল্পনা, সংস্থান, সংরক্ষণ, ব্যবহার এবং নিয়ন্ত্রণ সম্পর্কীয় কাজকে অর্থায়ন বলা হয়ে থাকে। প্রাথমিক স্তরে এটাকে মূলত মূলধন সংগ্রহ (Raising of Fund) হিসেবে বিবেচনা করা হয় ।
আরও পড়ুন >>> অর্থায়ন কি বা অর্থায়ন কাকে বলে ও এর ধরন এবং কার্যাবলী
ব্যাংকিং কি বা ব্যাংকিং কাকে বলে
ব্যাংকের কার্যাবলিকেই এক কথায় ব্যাংকিং বলা হয়। ব্যাংক হল একটি আর্থিক প্রতিষ্ঠান যা মানুষের কাছ থেকে আমানত গ্রহণ করা এবং ঋণ প্রদান করার জন্য লাইসেন্সপ্রাপ্ত। ব্যংক মানুষ বা প্রতিষ্ঠানের কাছ থেকে আমানত হিসেবে টাকা গ্রহণ করে এবং সেই টাকা আবার অন্যদের ঋণ হিসেবে প্রদান করে সুদ বা মুনাফা অর্জন করে । এছাড়াও ব্যাংক আরও অন্যান্য আর্থিক পরিষেবা দিয়ে থাকে । আর ব্যাংকের এসকল যাবতীয় কার্যাবলিকেই ব্যাংকিং বলে ।
ব্যাংকসমূহ গ্রাহক চাহিদা মেটাতে বিভিন্ন ব্যাংকিং সেবা দিয়ে থাকে । সচরাচর ব্যাংক নিম্নোক্ত ব্যাংকিং সেবাসমূহ দিয়ে থাকেঃ
- খুচরা ব্যাংকিং- ব্যক্তি এবং ছোট ব্যবসায়ে আমানত গ্রহন ও ঋণ প্রদানের সাথে জড়িত বিভিন্ন ব্যাংকিং সেবা;
- ব্যবসায় ব্যাংকিং- মাঝারী ব্যবসায়ে প্রদত্ত ব্যাংকিং সেবা;
- কর্পোরেট ব্যাংকিং- বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রদত্ত ব্যাংকিং সেবা;
- বিনিয়োগ ব্যাংকিং- আর্থিক বাজার সম্পর্কিত ব্যাংকিং কার্যক্রম।
বাণিজ্যিক ব্যাংকসমুহের ব্যাংকিং কার্যক্রমের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা, অন্যদিকে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের ক্ষেত্রে মুখ্য উদ্দেশ্য থাকে মুনাফা অর্জনের সাথে সাথে জনগণকে ব্যাংকিং সেবা দেয়া।
কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান কেন ব্যাংকে টাকা রাখে: একজন ব্যাক্তি বিভিন্ন কারণে ব্যাংকে টাকা রাখে তার মধ্যে প্রধান কারণগুলি হলো-
- নিরাপত্তা: ব্যাংকগুলি আপনার নগদ টাকা চুরি, অগ্নি বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে।
- সুবিধা: যখন আপনার প্রয়োজন হবে তখন ব্যাংক আপনাকে আপনার অর্থ তুলে নেওয়ার সুবিধা দেয়।
- সম্পদ বাড়ানো: ব্যাংক আপনাকে আপনার আমানতের বিপরীতে সুদ প্রদান করে থাকে এছাড়াও বিভিন্ন বিনিয়োগে সহযোগীতা করে সম্পদ বাড়াতে সাহায্য করে।
আরও পড়ুন >>> ব্যাংক কি / ব্যাংক কাকে বলে ? ব্যাংকের বৈশিষ্ট্য, ব্যাংকের কার্যাবলী
কিছু প্রশ্ন ও উত্তর :
১. ফিন্যান্স ও ব্যাংকিং এর ইংরেজি কি
= Finance and Banking.
২. ফিন্যান্স ও ব্যাংকিং এর জনক কে ?
ব্যাংকিং এর জনক কে ?
= ব্যাংকিং এর জনক হলেন আলেকজান্ডার হামিল্টন
৩. ফিন্যান্স এর জনক কে ?
= ফিন্যান্স এর জনক হলেন অ্যারোরা
কিন্তু আধুনিক ফিন্যান্স এর জনক হলেন ড. ইউজিন ফামা