উপায় একাউন্ট খোলার নিয়ম ২০২৩
আসসালামু ওয়ালাইকুম প্রিয় পাঠকগণ আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আপনি যদি একটি উপায় একাউন্ট খুলতে চান, আর যদি না জানেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। কারণ আজকে আমি শেয়ার করব উপায় একাউন্ট খোলার নিয়ম । সবাইকে মনোযোগ সহকারে সম্পূর্ন পোস্টটি পড়ার অনুরোধ রইলো ।
Upay (উপায়) হল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং সেবা। বিকাশ, নগদ, রকেট এর মত উপায় ও একটি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং পরিসেবা । উপায় একাউন্টের মাধ্যমে আপনি সকল মোবাইল ব্যাংকিং সুবিধা পাবেন । টাকা পাঠানো, ইউটিলিটি বিল পেমেন্ট, অনলাইন কেনাকাটা , অনলাইন পেমেন্ট প্রভৃতি সেবা আমরা এই উপায় একাউন্ট থেকে পেতে পারি ।
এক একাউন্ট থেকে অন্য একাউন্টে টাকা ট্রান্সফার করা, ক্যাশ আউট করা, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইলেকট্রিক বিল পেমেন্ট, অনলাইন শপিং আরো অনেক কিছু । আজকের এই পোস্ট এর মাধ্যমে আমরা দেখাবো Upay উপায় একাউন্ট খোলার নিয়ম। তো চলুন শুরু করা যাক।
উপায় একাউন্ট খুলতে কি কি দরকার?
উপায় একাউন্ট খুলতে যা যা কাগজপত্র দরকার তা হলো:
- একটি সচল সিম
- একটি অ্যান্ড্রয়েড ফোন
- জাতীয় পরিচয়পত্র (NID)
আরও পড়ুন >>> ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
Upay অ্যাপ ডাউনলোড
Upay app ডাউনলোড করতে হলে প্রথমে আপনাকে আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে “Upay app” লিখে। এরপর উপায় অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করবেন । অথবা উপায় অ্যাপ ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে চাপ দিন ।
DOWNLOAD
অথবা ফাইল ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
উপায় একাউন্ট খোলার নিয়ম ২০২৩
আপনারা যারা উপায় একাউন্ট খুলতে চান তারা আমার দেখানো নিচের স্টেপগুলো অনুসরণ করুন । তাহলে আপনারা খুব সহজেই উপায় একাউন্ট খুলতে পারবেন। উপায় একাউন্ট খোলার বিস্তারিত নিয়ম নিচে স্টেপ বাই স্টেপ দেওয়া হলো:-
- প্রথমে আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোর থেকে অথবা উপরের দেওয়া লিংক থেকে উপায় অ্যাপটি ডাউনলোড এবং ইন্সটল করে নিন।
- উপায় অ্যাপ ইন্সটল হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন ।
- ওপেন করার পর নিচে রেজিস্ট্রেশন বাটন দেখতে পাবেন । সেই রেজিস্ট্রেশন বাটন এ ক্লিক করুন ।
- এরপর আপনি যে নাম্বারে উপায় একাউন্টে খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি সঠিকভাবে টাইপ করুন এবং আপনার নাম্বারটি নিচের কোন মোবাইল অপারেটর এর (গ্রামীণফোন, বাংলালিংক, রবি, টেলিটক) সেটা সিলেক্ট করুন এবং “আপনার নাম্বার যাচাই করুন” এই বাটনে ক্লিক করুন ।
- একটু অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যেই একটি চার সংখ্যার কোড আপনার মোবাইল নাম্বারে পাঠানো হবে। সেই কোডটি উপায় অ্যাপ এর বক্সে স্বয়ংক্রিয়ভাবে বসবে আর যদি না বসে তাহলে নাম্বারটি টাইপ করুন ।
- এরপর আপনার মোবাইলের পিছনের ক্যামেরা অটোমেটিক চালু হবে। সেখানে আপনার আইডি কার্ডের সামনের এবং পেছনের ছবি পরিস্কার ভাবে তুলুন এবং ডান (DONE) বাটনে ক্লিক করুন।
- এরপর আপনার মোবাইলের ফ্রন্ট ক্যামেরা চালু হবে । সেখানে আপনার মুখের সেলফি তুলতে হবে । এরপর আপনার এনআইডি কার্ড যাচাই করা হবে।
- এর পরের ধাপে কিছু তথ্য আপনাকে দিতে হবে । তা হল আপনার পেশা, লিঙ্গ, এবং ইমেইল ইত্যাদি ।
- এখন আপনার সামনে আপনার মোবাইলের স্ক্রিনে যা আসবে আপনার এনআইডি কার্ডের সকল তথ্য আপনাকে প্রিভিউ করে দেখাবে। সকল তথ্য যদি ঠিক থাকে তাহলে আই এগ্রি উইথ উপায় (I agree with upay) অপশনটিতে ক্লিক দিন এবং “নিশ্চিত করুন” এই বাটনটিতে ক্লিক করুন।
- এরপর আপনার উপায় একাউন্টে 4 ডিজিটের একটি পিন সেট করতে হবে। পিন সেট করার পর “নিশ্চিত” এই বাটন এ ক্লিক করুন।
অভিনন্দন এভাবেই আপনি উপায় একাউন্ট খুলতে পারবেন । এখন আপনি যে নাম্বারে উপায় একাউন্ট খুলেছেন সেই নাম্বারে একটি স্বাগতম মূলক এসএমএস পাবেন । এবার “গেট স্টার্ট” বাটনে ক্লিক করুন। এখন থেকে আপনি উপায় একাউন্টের সকল সুবিধা ভোগ করতে পারবেন।
বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম ২০২৩
আপনারা যারা বাটন ফোন/ ফিচার ফোন ব্যবহার করেন তারা উপায় একাউন্ট খুলতে চান তাহলে আপনার নিকটস্থ উপায় এজেন্টের কাছে অথবা উপায় কাস্টমার কেয়ার এ গিয়ে প্র্যোজনীয় কাগজপত্র দিয়ে উপায় একাউন্ট খুলতে পারবেন। Upay অ্যাপ ছাড়া বাটন ফোনে অ্যাকাউন্ট খোলা সম্ভব নয় ।
এজন্য অবশ্যই আপনাকে আপনার জাতীয় পরিচয় পত্র এবং যে নাম্বারটিতে অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটি সচল রেখে সাথে নিয়ে যেতে হবে।
উপায় মোবাইল ব্যাংকিং কোড
উপায় মোবাইল ব্যাংকিং কোড হলো- *268#
উপায় মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নাম্বার
উপায় হেল্পলাইন নাম্বার: আপনার উপায় একাউন্টে যদি কোন সমস্যা হয় তাহলে উপায় হেল্পলাইন নাম্বারে কল করে সমস্যার সমাধান করতে পারেন । উপায় এর হেল্পলাইন দিনে 24 ঘন্টা এবং সপ্তাহের সাত দিন সেবা প্রদানের জন্য খোলা থাকে। উপায় হেলপ্লাইন এর সকল নাম্বারসমূহ নিচে দেওয়া হল:
- উপায় মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নাম্বার 16268
- আন্তর্জাতিক কলের জন্য 09612316268
- উপায় ইমেইল ঠিকানা [email protected]
- উপায় ওয়েবসাইট https://www.upaybd.com/
শেষ কথা
আজকে আমরা উপরে উপায় একাউন্ট খোলার নিয়ম নিয়ে আলোচনা করেছি । আশা করি উপরের দেখানো নিয়ম অনুসরণ করলে আপনি সহজেই একটি উপায় একাউন্ট খুলতে পারবেন যেখানে অন্য কারও সাহায্যের দরকার নাই ।
ধন্যবাদ সবাইকে।