ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ১ম পত্র
অধ্যায়-১ ব্যবসায়ের মৌলিক ধারণা
অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ
অধ্যায়-৩ একমালিকানা ব্যবসায়
অধ্যায়-৪ অংশীদারি ব্যবসায়
অধ্যায়-৫ যৌথ মূলধনী ব্যবসায়
অধ্যায়-৬ সমবায় সমিতি
অধ্যায়-৭ রাষ্ট্রীয় ব্যবসায়
অধ্যায়-৮ ব্যবসায়ের আইনগত দিক
অধ্যায়-৯ ব্যবসায়ে সহায়ক সেবা
অধ্যায়-১০ ব্যবসায় উদ্যোগ
অধ্যায়-১১ ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার
অধ্যায়-১২ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ২য় পত্র
অধ্যায়-১ ব্যবস্থাপনার ধারণা
অধ্যায়-২ ব্যবস্থাপনার নীতি
অধ্যায়-৩ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ
অধ্যায়-৪ সংগঠিতকরণ
অধ্যায়-৫ কর্মীসংস্থান
অধ্যায়-৬ নেতৃত্ব
অধ্যায়-৭ প্রেষণা
অধ্যায়-৮ যোগাযোগ
অধ্যায়-৯ সমন্বয়সাধন
অধ্যায়-১০ নিয়ন্ত্রণ
Wednesday, January 8
অধ্যায় ৩- ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা- Business Ethics and Social Responsibility
বোর্ড পরীক্ষা এবং ভার্সিটি এডমিশন এক্সামের জন্য
(For HSC MCQ and Admission Test Exam)
এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ন তথ্যকণিকা
- মূল্যবোধ হলো মানুষের এমন এক বিশ্বাসবোধ ও মানদণ্ড, যার মাধ্যমে কোনো ঘটনা বা অবস্থার ভালো-মন্দ বিচার করা হয়।
- সমাজ ও রাষ্ট্রের ভিত্তি মূল্যবোধ।
- মূল্যবোধ কোনো সমাজেই লিপিবন্ধ থাকে না। মূল্যবোধ মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণের একটি অলিখিত সামাজিক বিধান।
- রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় রীতিনীতির প্রভাবে দীর্ঘকাল ধরে ব্যবসায়িক কর্মকান্ড পরিচালনায় যেসব আদর্শ, নিয়মনীতি ও আচার-আচরণ প্রদর্শিত হয় তাকে ব্যবসায়িক মূল্যবোধ বলে।
- মানব আচরণের যেসব দিক সমাজের চোখে গ্রহণযোগ্য, ন্যায়সঙ্গত, বৈধ ও সঠিক সেসব রীতিনীতিকে নৈতিকতা বলা হয়
- ন্যায় ও সততার আদর্শে পরিচালিত ব্যবসায়িক কর্মকাণ্ডকেই ব্যবসায়িক নৈতিকতা বলে।
- সমাজ থেকে প্রাপ্ত বিভিন্ন সুবিধার বিপরীতে ব্যবসায়ের সংশ্লিষ্ট পক্ষসমূহের কল্যাণের জন্য যে উন্নয়নমূলক কাজ করে তাকে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলে।
- নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ কী? = Ethics
- Ethics শব্দটি এসেছে গ্রিক Ethica শব্দ হতে
- Ethica শব্দটি এসেছে Ethos শব্দ হতে
- সামাজিক দায়িত্ব সম্পাদিত হতে পারে = আর্থিক ও অনার্থিক উভয়ভাবেই
- ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা ব্যবসায়ের সুনাম বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা পালন করে ।
- কখন থেকে ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি গুরুত্ব পেতে থাকে? = ১৯৭০ সালের পর থেকে
- মূল্যবোধ মানুষের কী থেকে সৃষ্টি হয়? = মনোভাব
- ইউরোপে চিন্তার স্বাধীনতা রয়েছে- এটা তাদের কিসের অংশ? = মূল্যবোধ
- ব্যবসায় জগতে আমাদের আচরণকে সঠিক পথে পরিচালিত করে কোনটি? = নৈতিক মূল্যবোধ
- কোনটি ব্যবসায়িক নৈতিকতার সাথে জড়িত? = দূষণ প্রতিরোধ
- মূল্যবোধ কোন ধরনের বিশ্বাস? = স্থায়ী বিশ্বাস
- নৈতিকতা কিসের শাখা? = সমাজবিজ্ঞানের
- পছন্দ-অপছন্দের ভিত্তিতে কোন ধরেনর মূল্যবোধের সৃষ্টি হয়? ব্যক্তিক মূল্যবোধ
- কী আমাদেরকে ভালো-মন্দের পার্থক্য নির্ধারণ করতে শেখায়? = নৈতিকতা
- CAB এর পরূপ কী? = Consumer Association of Bangladesh
- CSR এর পূর্ণরূপ কী? = Corporate Social Responsibility
- অন্যায় থেকে ন্যায়, অধর্ম থেকে নিরূপণের ক্ষমতা আসে কিসের মাধ্যমে? = নৈতিক নীতিবোধ
- ব্যবসায়ী হিসেবে মানসম্মত পণ্য সরবরাহ করা কোনটির বহিঃপ্রকাশ? = নৈতিকতা
- যেকোনো ব্যবসায়ী কোনটির অভাবে ভালো-মন্দের পার্থক্য নির্ণয় করতে ব্যর্থ হয়? = মূল্যবোধ
- ব্যবসায় জগতে সঠিক পথের দিক-নির্দেশনা হিসেবে কাজ করে কোনটি? = নৈতিক মূল্যবোধ
- মূল্যবোধ কোনটির সাথে সম্পর্কযুক্ত? স্থায়ী বিশ্বাস
- ব্যবসায় নৈতিকতা কী? = ন্যায়নীতি অনুযায়ী ব্যবসায় পরিচালনা
- ব্যবসায়ের মুনাফা অর্জনের সাথে সমাজের জন্য কল্যাণকর কাজ করাকে কী বলে? = সামাজিক দায়বদ্ধতা
- কার্যক্ষেত্রে উপযুক্ত কর্মপরিবেশ সৃষ্টি সমাজের কোন পক্ষের প্রতি ব্যবসায়ের দায়িত্ব পালন নির্দেশ করে? = শ্রমিক-কর্ম
- বিনিয়োগকারিগণ কিসের আশায় ব্যবসায়ে অর্থ বিনিয়োগ করে? = মুনাফার আশায়
- ব্যবসায়ের সব থেকে মর্যাদার বিষয় কোনটি? = সুনাম
- এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গঠন সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন হিসেবে গণ্য? = সাধারণ সম্প্রদায়
- প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার জন্য বাংলাদেশে কোন সালের আইন প্রচলিত আছে? = ১৯৯৫ সালের
- বাংলাদেশে কত সালের পরিবেশ আদালত আইন প্রচলিত আছে? = ২০০০ সালের
- চামড়া কারখানার নির্গত তরল পদার্থ নদীনালায় গিয়ে পড়ে কী দূষণ করছে? = পানি
- মাটির স্বাভাবিক উর্বরতা রক্ষার জন্য অধিক কার্যকর কোনটি? = প্রাকৃতিক সার
- ক্যান্সারের অন্যতম প্রধান কারণ কী? = বায়ু দূষণ
- নিচের কোনটি বায়ু দূষণের কারণ? = জুম চাষের জন্য বন পোড়ানো
- উড়োজাহাজ উঠার সময় কোন ধরনের দূষণের সৃষ্টি হয়? = শব্দ দূষণ
- মাইকিং এর দ্বারা কোন ধরনের দূষণের সৃষ্টি হয়? = শব্দ দূষণ
- বাংলাদেশে কত সালের ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন প্রচলিত আছে? = ১৯৮৯ সালের
- বাংলাদেশে কত সালের পরিবেশ সংরক্ষণ বিধিমালা প্রচলিত আছে? = ১৯৯৭
- বাংলাদেশে কত সালের শব্দ দূষণ বিধিমালা প্রচলিত আছে? = ২০০৬ সালের
- কোন ধরনের দায়বদ্ধতা থেকে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করে? = সামাজিক
- স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা কে? = প্রয়াত স্যামচন এইচ চৌধুরী
- নিচের কোনটির কারণে মানুষ খাদ্যে ভেজাল মিশ্রণ করে থাকে? = নৈতিকতার অভাব
- ব্যাকটেরিয়া খাদ্য নষ্ট করে কী উৎপন্ন করে? = টক্সিন
- কোনটি দ্বারা মেয়েদের গর্ভজাত সন্তান বিকলাঙ্গ হতে পারে? = ফরমালিনের দীর্ঘমেয়াদি ব্যবহারের ফলে
- ফল পাকানোর জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থের নাম কী? = ক্যালসিয়াম কার্বাইড
- মাছ, গোস্ত তরতাজা রাখার জন্য কী ব্যবহার করা হয়? = ফরমালিন
- খাদ্যে কার্বাইড ব্যবহারের কারণে কোন ধরনের রোগ হয়? = ব্লাড প্রেসার
- সারাদেশে কখন পলিথিন নিষিদ্ধ হয়? = ১ মার্চ ২০০২
- পলিথিন উৎপাদনে ব্যবহৃত হয় কোনটি? = পেট্রোলিয়াম জাতীয় পদার্থ
- আলম জনগণকে সর্বদা খাঁটি ওষুধ সরবরাহ করেন। এটি আলমের ব্যবসায়ের কোন ধরনের বৈশিষ্ট্য? = সামাজিক দায়বদ্ধতা
- বিদ্যালয় ও উপাসনালয় নির্মাণের মাধ্যমে ব্যবসায় কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে? = ক্রেতা ও ভোক্তা
- পণ্যমূল্য স্থিতিশীল রাখার মাধ্যমে কার প্রতি সামাজিক দায়িত্ব পালন করা হয়? = জনগণের
- নৈতিকতা কোন পরিবেশের সাথে সম্পৃক্ত। = সামাজিক
- বর্তমানে পরিবেশের কোন উপাদান দ্বারা মানুষ ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে? = প্রযুক্তিগত
- ব্যবসায়ে নৈতিকতা বলতে বোঝায় = উচিত-অনুচিত মেনে চলা
- ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালনের উদ্দেশ্য কোনটি? = প্রতিযোগিতায় টিকে থাকা
- বাংলাদেশে কত সালের পরিবেশ সংরক্ষণ আইন কার্যকর রয়েছে? = ১৯৯৫
- ব্যবসায় সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে কী অর্জিত হয়? = ব্যবসায়িক সুনাম
- ব্যবসায়ের সামাজিক দায়িত্বের প্রতি সচেতন হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ কী? = প্রতিযোগিতা বৃদ্ধি
- মূল্যবোধ দ্বারা মানুষের কোনটি প্রভাবিত হয়। = বিবেক
- শব্দ দূষণের ফলে কোন সমস্যা সৃষ্টি হতে পারে? = উচ্চ রক্তচাপ
- নীতি-নৈতিকতা ও মূল্যবোধ কোন ধরনের ব্যবসায় পরিবেশের উপাদান? = সামাজিক পরিবেশ
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ১ম পত্র
অধ্যায়-১ ব্যবসায়ের মৌলিক ধারণা
অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ
অধ্যায়-৩ একমালিকানা ব্যবসায়
অধ্যায়-৪ অংশীদারি ব্যবসায়
অধ্যায়-৫ যৌথ মূলধনী ব্যবসায়
অধ্যায়-৬ সমবায় সমিতি
অধ্যায়-৭ রাষ্ট্রীয় ব্যবসায়
অধ্যায়-৮ ব্যবসায়ের আইনগত দিক
অধ্যায়-৯ ব্যবসায়ে সহায়ক সেবা
অধ্যায়-১০ ব্যবসায় উদ্যোগ
অধ্যায়-১১ ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার
অধ্যায়-১২ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ২য় পত্র
অধ্যায়-১ ব্যবস্থাপনার ধারণা
অধ্যায়-২ ব্যবস্থাপনার নীতি
অধ্যায়-৩ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ
অধ্যায়-৪ সংগঠিতকরণ
অধ্যায়-৫ কর্মীসংস্থান
অধ্যায়-৬ নেতৃত্ব
অধ্যায়-৭ প্রেষণা
অধ্যায়-৮ যোগাযোগ
অধ্যায়-৯ সমন্বয়সাধন
অধ্যায়-১০ নিয়ন্ত্রণ