আসসালামুয়ালাইকুম ! প্রিয় শিক্ষার্থীরা আগের পোস্টে আমরা জাবেদা কাকে বলে ও এর বৈশিষ্ট, কার্যাবলী সম্পর্কে জেনেছি , তারপর জাবেদা করার সহজ উপায় সম্পর্কে আলোচনা করেছি । আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ জাবেদা প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো । যদি কারো কোন জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে । তাহলে চলুন দেখে নেওয়া যাক কিছু জাবেদা প্রশ্ন ও উত্তর ।
জাবেদা প্রশ্ন ও উত্তর
Table of Contents
hide
সকল প্রকার ক্রয় জাবেদা
এখানে বাকিতে পণ্য বিক্রয় জাবেদা , ধারে পণ্য ক্রয় এর জাবেদা সহ সকল প্রকার পণ্য ক্রয় সংক্রান্ত জাবেদা প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো –
১. নগদে ক্রয় ৫০০ টাকা ।
ক্রয় হিসাব ডে: >> ৫০০
নগদান হিসাব ক্রে: >> ৫০০
২. চেকের মাধ্যমে পণ্য ক্রয় ১০০০ টাকা ।
ক্রয় হিসাব ডে: >> ১০০০
ব্যাংক হিসাব ক্রে: >> ১০০০
৩. ধারে পণ্য ক্রয় ৫০০ টাকা ।
ক্রয় হিসাব ডে: >> ৫০০
পাওনাদার/ প্রদয়ে হিসাব ক্রে: >> ৫০০
৪. বিকাশের নিকট থেকে পন্য ক্রয় ১০০০ টাকা।
ক্রয় হিসাব ডে: >> ১০০০
বিকাশ হিসাব ক্রে: >> ১০০০
৫. বাবুলের থেকে ২০০০ টাকার পণ্য ক্রয় করে নগদে ১০০০, চেকে ৫০০ টাকা প্রদান করা হল।
ক্রয় হিসাব ডে: >> ২০০০
নগদান হিসাব ক্রে: >> ১০০০
ব্যাংক হিসাব ক্রে: >> ৫০০
বাবুল হিসাব ক্রে: >> ২০০০
৬. বিক্রয়ের উদ্দেশ্যে কম্পিউটার ক্রয় ১০,০০০
ক্রয় হিসাব ডে: >> ১০,০০০
নগদান হিসাব ক্রে: >> ১০,০০০
৭. পণ্য ক্রয় ৫,০০০ যার ৫০% নগদে,৩০%চেকে এবং বাকীটুকু ধারে।
ক্রয় হিসাব ডে: >> ৫,০০০
নগদান হিসাব ক্রে: >> ২,৫০০
ব্যাংক হিসাব ক্রে: >> ১,৫০০
বিবিধ পাওনাদার/ প্রদয়ে হিসাব ক্রে: >> ১,০০০
৮. আমিরের নিকট থেকে ২,০০০ টাকা মূল্যের পণ্য ১০% বাট্টায় ক্রয় করা হল
ক্রয় হিসাব ডে: >> ১,৮০০
আমির হিসাব ক্রে: >> ১৮০০
৯. পণ্য ক্রয় নগদে ৫০০০, চেকে ৩০০০,ধারে ২০০০ টাকা।
ক্রয় হিসাব ডে: >> ১০,০০০
নগদান হিসাব ক্রে: >> ৫,০০০
ব্যাংক হিসাব ক্রে: >> ৩,০০০
বিবিধ পাওনাদার/ প্রদয়ে হিসাব ক্রে: >> ২,০০০
পণ্য বিক্রয় সংক্রান্ত জাবেদা
১. নগদে বিক্রয় ৫০০ টাকা।
নগদান হিসাব ডে: >> ৫০০
বিক্রয় হিসাব ক্রে: >> ৫০০
২ চেকের মাধ্যমে পণ্য বিক্রয় ১০০০ টাকা।
নগদান হিসাব ডে: >> ১,০০০
বিক্রয় হিসাব ক্রে: >> ১০০০
৩ ধারে পণ্য বিক্রয় ৫০০ টাকা ।
বিবিধ দেনাদার/ প্রাপ্য হিসাব ডে: >> ৫০০
বিক্রয় হিসাব ক্রে: >> ৫০০
৪. বিকাশের কাছে পন্য বিক্রয় ১০০০ টাকা।
বিকাশ হিসাব ডে: >> ১,০০০
বিক্রয় হিসাব ক্রে: >> ১,০০০
৫. বাবুলের কাছে ২০০০ টাকার পণ্য বিক্রয় করে নগদে ১০০০, চেকে ৫০০ টাকা পাওয়া গেল।
নগদান হিসাব ডে: >> ১,০০০
ব্যাংক হিসাব ডে: >> ৫০০
প্রাপ্য হসিাব- বাবুল ডে: >> ৫০০
বিক্রয় হিসাব ক্রে: >> ২০০০
৬. গ্রাহকের স্বীকৃত বিলের বিনিময়ে বিক্রয় ১০০০ টাকা।
প্রাপ্য বিল হিসাব ডে: >> ১,০০০
বিক্রয় হিসাব ক্রে: >> ১০০০
৭. পণ্য বিক্রয় ৫,০০০ যার ৫০% নগদে, ৩০%চেকে এবং বাকীটুকু ধারে ।
নগদান হিসাব ডে: >> ৪,০০০
বিবিধ দেনাদার/ প্রাপ্য হি: ডে: >> ১,০০০
বিক্রয় হিসাব ক্রে: >> ৫,০০০
৮. আমিরের কাছে নগদ ২,০০০ টাকা মূল্যের পণ্য ১০% বাট্টায় বিক্রয় করা হল ।
নগদান হিসাব ডে: >> ১,৮০০
বিক্রয় হিসাব ক্রে: >> ১৮০০
৯. মালিক কর্তক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন ৫০০ টাকা ।
উত্তোলন হিসাব ডে: >> ৫০০
বিক্রয় হিসাব ক্রে: >> ৫০০
১০. পণ্য বিক্রয় করা হল নগদে ৫০০০,চেকে ৩০০০, ধারে ২০০০ টাকা। চেকটি ঐ দিনই ব্যাংকে জমা দেয়া হল ।
নগদান হিসাব ডে: >> ৫,০০০
ব্যাংক হিসাব ডে: >> ৩,০০০
বিবিধ দেনাদার/ প্রাপ্য হিসাব ডে: >> ২,০০০
বিক্রয় হিসাব ক্রে: >> ১০,০০০
ক্রয় ফেরত জাবেদা ও বিক্রয় ফেরত জাবেদা
এখানে পণ্য ক্রয় ফেরত জাবেদা ও পণ্য বিক্রয় ফেরত জাবেদা র কিছু উদাহরণ দেওয়া হলো –
১ ক্রয় ফেরত/ বহিঃফেরত ৫০০ টাকা ।
বিবিধ পাওনাদার/প্রদয়ে হিসাব ডে: >> ৫০০
ক্রয় ফেরত হিসাব ক্রে: >> ৫০০
২ নমুনা অনুযায়ী পণ্য সরবরাহ না করার কারণে জাবেদকে পন্য ফেরত দেয়া হল ১০০০ টাকা।
প্রদয়ে হসিাব- জাবেদ ডে: >> ১,০০০
ক্রয় ফেরত হিসাব ক্রে: >> ১০০০
৩ নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেয়া হল ৫০০ টাকা।
নগদান হিসাব ডে: >> ৫০০
ক্রয় ফেরত হিসাব ক্রে: >> ৫০০
৪ বিক্রয় ফেরত/ আন্তঃফেরত ১০০০ টাকা।
বিক্রয় ফেরত হিসাব ডে: >> ১,০০০
বিবিধ দেনাদার/ প্রাপ্য হিসাব ক্রে: >> ১,০০০
৫ ফরমায়েশ মোতাবেক না হওয়ার কারণে জামিলের নিকট থেকে পণ্য ফেরত পাওয়া গেল জাবেদা করো – ৫০০ টাকা।
বিক্রয় ফেরত হিসাব ডে: >> ৫০০
প্রাপ্য হসিাব- জামিল ক্রে: >> ৫০০
৬ নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেল ৫০০ টাকা । জাবেদা –
বিক্রয় ফেরত হিসাব ডে: >> ৫০০
নগদান হিসাব ক্রে: >> ৫০০
মূলধন সংক্রান্ত জাবেদা
ব্যবসায় শুরু ও চালু রাখার জন্য মূলধনের প্রয়োজন হয় সেই মূলধন সম্পর্কিত জাবেদা প্রশ্ন ও উত্তর –
১ জনাব নাজমুল ১০,০০০ টাকা ব্যবসায়ে বিনিয়োগ করলেন।
নগদান হিসাব হিসাব ডে: >> ১০,০০০
মূলধন হিসাব ক্রে: >> ১০,০০০
২ জনাব হাবিব নগদ ১০,০০০ এবং পণ্যদ্রব্য ৫০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। এছাড়াও তিনি তার ব্যক্তিগত ৫০০০ টাকা দামের কম্পিউটারটিও ব্যবসায়ে প্রদান করেন।
নগদান হিসাব ডে: >> ১০,০০০
ক্রয় হিসাব ডে: >> ৫,০০০
অফিস সরঞ্জাম হিসাব ডে: >> ৫,০০০
মূলধন হিসাব ক্রে: >> ২০,০০০
৩ জনাব মাসুদ নগদ ৫০০০, ২০০০ টাকার পণ্যদ্রব্য, ১০০০ টাকার যন্ত্রপাতি ও তার বন্ধু হামিমের নিকট ১০০০ টাকার ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন।
নগদান হিসাব ডে: >> ৬,০০০
ক্রয় হিসাব ডে: >> ২,০০০
যন্ত্রপাতিহিসাব ডে: >> ১,০০০
মূলধন হিসাব ক্রে: >> ৮,০০০
হামিমের ঋণ হিসাব ক্রে: >> ১০০০
৪ জনাব হারুন নগদ ৫০০০, মজুদপণ্য ১০০০ ও ২০০০ টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুর করলো।
নগদান হিসাব ডে: >> ৭,০০০
মজুদ পণ্য হিসাব ডে: >> ১,০০০
মূলধন হিসাব ক্রে: >> ৬,০০০
ব্যাংক ঋণ হিসাব ক্রে: >> ২০০০
৫ জনাব জাবির কারবারে ৫০০০ টাকা অতিরিক্ত মূলধন স্বরুপ আনয়ন করলেন।
নগদান হিসাব ডে: >> ৫,০০০
মূলধন হিসাব ক্রে: >> ৫০০০
স্থায়ী সম্পত্তি সংক্রান্ত জাবেদা
স্থায়ী সম্পত্তি যেমন আসবাবপ্ত্র , যন্ত্রপাতি , দালানকোঠা প্রভৃতি সম্পর্কিত জাবেদা প্রশ্ন ও উত্তর –
১. ৭০০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করে উহার ক্রয়মূল্য চেক দ্বারা পরিশোধ করা হল।
যন্ত্রপাতি হিসাব ডে: >> ৭,০০০
ব্যাংক হিসাব ক্রে: >> ৭,০০০
২. আসবাবপত্র ক্রয় করা হল ৮০০০ টাকা এবং তার জন্য পরিবহন খরচ প্রদান করা হল ৫০০ টাকা।
আসবাবপত্র হিসাব ডে: >> ৮,৫০০
নগদান হিসাব ক্রে: >> ৮,৫০০
৩. ৭,৮০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করা হল এবং উহার বহন খরচ প্রদান করা হল ২০০ টাকা ও সংস্থাপন মজুরি প্রদান করা হল ৫০০ টাকা।
যন্ত্রপাতি হিসাব ডে: >> ৮,৫০০
নগদান হিসাব ক্রে: >> ৮৫০০
৪. যন্ত্রপাতি সংস্থাপন মজুরি বাবদ প্রদান করা হল ১,০০০ টাকা।
যন্ত্রপাতি হিসাব ডে: >> ১,০০০
নগদান হিসাব ক্রে: >> ১০০০
৫. পেটি ক্যাশিয়ারকে অগ্রিম প্রদান ১,০০০ টাকা।
খুচরা নগদান হিসাব ডে: >> ১০০০
নগদান হিসাব ক্রে: >> ১০০০
৬. ৮,০০০ টাকা মূল্যের আসবাবপত্র বিক্রয়, যার বই মূল্য ৯,০০০ টাকা।
নগদান হিসাব ডে: >> ৮,০০০
আসবাবপত্র বিক্রয় জনিত ক্ষতি হিসাব ডে: >> ১,০০০
আসবাবপত্র হিসাব ক্রে: >> ৯০০০
৭. ৮,০০০ টাকার যন্ত্রপাতি বিক্রয়, যার বই মূল্য ৭,০০০ টাকা।
নগদান হিসাব ডে: >> ৮০০০
আসবাবপত্র হিসাব ক্রে: >> ৭০০০
আসবাবপত্র বিক্রয় জনিত লাভ হিসাব ক্রে: >> ১০০০
চেক ও ব্যাংক সংক্রান্ত জাবেদা
চেক ও ব্যাংক সংক্রান্ত জাবেদা প্রশ্ন ও উত্তর –
১. ব্যাংকে জমা দেয়া হল / ব্যাংকে চলতি হিসাব খোলা হল ৫০০০ টাকা।
ব্যাংক হিসাব ডে: >> ৫,০০০
নগদান হিসাব ক্রে: >> ৫০০০
২. সাফিনকে ৫০০ টাকার চেক প্রদান করা হল।
সাফিন হিসাব ডে: >> ৫০০
ব্যাংক হিসাব ক্রে: >> ৫০০
৩. আকাশের নিকট থেকে ৮০০০ টাকার একখানি চেক পাওয়া গেল।
নগদান হিসাব ডে: >> ৮,০০০
আকাশ হিসাব ক্রে: >> ৮০০০
৪. আকাশের চেকটি ব্যাংকে জমা দেয়া হল।
ব্যাংক হিসাব ডে: >> ৮,০০০
নগদান হিসাব ক্রে: >> ৮,০০০
৫. আকাশের চেকটি প্রত্যাখাত হয়ে ফেরত আসলো।
আকাশ হিসাব ডে: >> ৮,০০০
ব্যাংক হিসাব ক্রে: >> ৮,০০০
৮. ব্যাংক হতে উত্তোলন এর জাবেদা : ব্যাংক হতে অফিসের জন্য ৫০০০ টাকা ও ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন ২০০০ টাকা।
নগদান হিসাব ডে: >> ৫,০০০
উত্তোলন হিসাব ডে: >> ২,০০০
ব্যাংক হিসাব ক্রে: >> ৭০০০
৯. ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ ৫০০ টাকা।
ব্যাংক হিসাব ডে: >> ৫০০
ব্যাংক মঞ্জুরীকৃত সুদ হিসাব ক্রে: >> ৫০০
১০. মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে ২০০০ টাকা উত্তোলন, কিন্তু পথে ২০০ টাকা হারিয়ে গেল।
উত্তোলন হিসাব ডে: >> ২,০০০
ব্যাংক হিসাব ক্রে: >> ২০০০
উত্তোলন সংক্রান্ত জাবেদা
উত্তোলন সংক্রান্ত জাবেদা প্রশ্ন ও উত্তর –
১. মালিক কর্তৃক নগদ উত্তোলন ৫০০ টাকা
উত্তোলন হিসাব ডে: >> ৫০০
নগদান হিসাব ক্রে: >> ৫০০
২. মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন ১০০০ টাকা।
উত্তোলন হিসাব ডে: >> ১০০০
ব্যাংক হিসাব ক্রে: >> ১০০০
৩. মালিক কর্তৃক পণ্য উত্তোলন ৫০০ টাকা।
উত্তোলন হিসাব ডে: >> ৫০০
ক্রয় হিসাব ক্রে: >> ৫০০
৪. মালিক কর্তৃক বিক্রয়মূল্যে পণ্য উত্তোলন ৬০০ টাকা।
উত্তোলন হিসাব ডে: >> ৬০০
বিক্রয় হিসাব ক্রে: >> ৬০০
৫. কারবার থেকে মালিকের ব্যক্তিগত আয়কর প্রদান ৪০০০ টাকা ও জীবন বীমা প্রদান ৩,০০০ টাকা।
উত্তোলন হিসাব ডে: >> ৭০০০
নগদান হিসাব ক্রে: >> ৭০০০
৬. কারবার থেকে বাড়ীভাড়া প্রদান ৫০০০ টাকা । বাড়ীর ২/৫ অংশ মালিক বাস করেন।
বাড়ীভাড়া হিসাব ডে: >> ৩০০০
উত্তোলন হিসাব ডে: >> ২০০০
নগদান হিসাব ক্রে: >> ৫০০০
বিনিয়োগ ও ঋণ সংক্রান্ত জাবেদা
বিনিয়োগ ও ঋণ সংক্রান্ত জাবেদা প্রশ্ন ও উত্তর –
১. ৫,০০০ টাকা মূল্যের ১০% বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয়।
বিনিয়োগ হিসাব ডে: >> ৫০০০
নগদান হিসাব ক্রে: >> ৫০০০
৩. বিনিয়োগের সুদ ৫০০ টাকা পাওনা হল।
বিনিয়োগের প্রাপ্য সুদ হিসাব ডে: >> ৫০০
বিনিয়োগের সুদ হিসাব ক্রে: >> ৫০০
৫. আমানের নিকট হতে ঋণ গ্রহন করা হল ৫০০০ টাকা।
নগদান হিসাব ডে: >> ৫,০০০
আমানের ঋণ হিসাব ক্রে: >> ৫০০০
৬. সোনালী ব্যাংক থেকে ১৫% সুদে ঋণ গ্রহন করা হল ১০০০ টাকা।
নগদান হিসাব ডে: >> ১০০০
১৫% ব্যাংক ঋণ হিসাব ক্রে: >> ১০০০
৭. গৃহীত ঋণের সুদ ৮০০ টাকা বকেয়া আছে।
ঋনের সুদ হিসাব ডে: >> ৮০০
ঋনের বকেয়া সুদ হিসাব ক্রে: >> ৮০০
৮. ম্যানেজার সালামকে ঋণ প্রদান ১০০০ টাকা।
প্রদত্ত ঋন-সালাম হিসাব ডে: >> ১০০০
নগদান হিসাব ক্রে: >> ১০০০
বিবিধ জাবেদা
বিবিধ জাবেদা প্রশ্ন ও উত্তর –
১. ইনভেলাপ, স্টাম্প, পোস্টকার্ড ক্রয় ৫০০ টাকা।
ডাক ও তার খরচ হিসাব ডে: >> ৫০০
নগদান হিসাব ক্রে: >> ৫০০
২. চা, বিস্কুট ও ঠান্ডা পানীয় ক্রয় ৫০০ টাকা।
আপ্যায়ন খরচ হিসাব ডে: >> ৫০০
নগদান হিসাব ক্রে: >> ৫০০
৩. অফিসের জন্য কালি, কাগজ, কার্বন ও কলম ক্রয় ৪০০ টাকা।
মনিহারি হিসাব ডে: >> ৪০০
নগদান হিসাব ক্রে: >> ৪০০
৪. গ্যাস, পানি, বিদ্যৎ বিল বাবদ প্রদান কারা হল ১০০০ টাকা।
উপযোগ খরচ হিসাব ডে: >> ১,০০০
নগদান হিসাব ক্রে: >> ১০০০
৬. ক্যাশবাক্স থেকে ২ টি ৫০০ টাকার নোট চুরি হল।
ববিধি ক্ষতি / খরচ হিসাব ডে: >> ১,০০০
নগদান হিসাব ক্রে: >> ১০০০
৭. বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্য পণ্য বিতরণ করা হল ৫০০০ টাকা।
বিজ্ঞাপন হিসাব ডে: >> ৫,০০০
ক্রয় হিসাব ক্রে: >> ৫,০০০
৮. খুচরা যন্ত্রাংশ তৈরীর জন্য ৫০০ টাকার কারবারি পণ্য ব্যবহার করা হল।
খুচরা যন্ত্রাংশ হিসাব ডে: >> ৫০০
ক্রয় হিসাব ক্রে: >> ৫০০
ভ্যাট সংক্রান্ত জাবেদা
ভ্যাট সংক্রান্ত জাবেদা প্রশ্ন ও উত্তর –
১. নগদে ৮০০০ টাকার মাল ক্রয় করা হল এবং এর ওপর ১৫% ভ্যাট প্রদান করা হল।
ক্রয় হিসাব ডে: >> ৮০০০
ভ্যাট চলতি হিসাব ডে: >> ১২০০
নগদান হিসাব ক্রে: >> ৯,২০০
২. টগরের নিকট থেকে পণ্য ক্রয় করা হল ৭০০০ টাকা। ক্রয়ের ওপর ১৫% ভ্যাট নির্ধারণ করা হল।
ক্রয় হিসাব ডে: >> ৭০০০
ভ্যাট চলতি হিসাব ডে: >> ১০৫০
প্রদয়ে হসিাব- টগর ক্রে: >> ৮,০৫০
৩. ১৫% ভ্যাট সহ নগদে পণ্য ক্রয় ৫,৭৫০ টাকা।
ক্রয় হিসাব (৫,৭৫০ * ১০০/১১৫) ডে: >> ৫,০০০
ভ্যাট চলতি হিসাব (৫,৭৫০ * ১৫/১১৫) ডে: >> ৭৫০
নগদান হিসাব ক্রে: >> ৫,৭৫০
৪. নগদে ৬,০০০ টাকার মাল বিক্রয় করা হল এবং এর ওপর ১৫% ভ্যাট আদায় করা হল।
নগদান হিসাব ডে: >> ৬,৯০০
বিক্রয় হিসাব ক্রে: >> ৬,০০০
ভ্যাট চলতি হিসাব ক্রে: >> ৯০০
৫. জীবনের কাছে ৭,০০০ টাকার পণ্য বিক্রয় করা হল। এর ওপর ১৫% ভ্যাট আদায় হল।
প্রাপ্য হসিাব- জীবন ডে: >> ৮,০৫০
বিক্রয় হিসাব ক্রে: >> ৭,০০০
ভ্যাট চলতি হিসাব ক্রে: >> ১০৫০
৬. ১৫% ভ্যাট সহ নগদে পণ্য বিক্রয় ৯,২০০ টাকা।
নগদান হিসাব ডে: >> ৯,২০০
বিক্রয় হিসাব (৯,২০০ * ১০০/১১৫) ক্রে: >> ৮,০০০
ভ্যাট চলতি হিসাব (৯,২০০ * ১৫/১১৫) ক্রে: >> ১২০০